সংগঠনের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে অসমে আসছেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি ড:শান্তনু সেন
যোরহাটের টিয়কে টাটা চা বাগানের প্রবীণ চিকিৎসক ড:দেবেন দত্তকে দলবদ্ধ হত্যার বিরুদ্ধে দেশজুড়ে প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং ডাক্তারদের নিরাপত্তার দাবিতে আজ ভোর ছয়টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর অসম শাখার কর্মকর্তা-সদস্যরা। এদিনই সংগঠনের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে অসমে আসছেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি ড:শান্তনু সেন।
গত ৩১ আগস্ট উজান অসমের যোরহাট জেলার টিয়কে টাটা চা বাগান হাসপাতালের চিকিৎসক ড:দেবেন দত্তকে উন্মত্ত শ্রমিকের এক দল নৃশংসভাবে পিটিয়ে এবং শরীরের নাড়ি কেটে মেরে ফেলেছিল। ওই হত্যাকাণ্ডের ব্যাপারে খোঁজখবর নিতে এবং সহকর্মী প্রয়াত ডা. দত্তের পরিবারের সঙ্গে মিলিত হবে ডা. শান্তনু সেন নেতৃত্বাধীন প্রতিনিধি দল। জেলা প্রশাসনের সঙ্গে বসে পরিস্থিতির খোঁজ নেওয়ারও কথা তাঁদের।
এদিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অসম শাখার সম্পাদক ডা. হেমাঙ্গ বৈশ্য জানিয়েছেন, তাঁদের ইচ্ছায় এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামীকাল তাঁরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করবেন। ডা. বৈশ্য জানান, এ-ধরনের অবাঞ্ছিত ঘটনায় গোটা চিকিৎসক সমাজের পরিবারবারবর্গও। তাই রাজ্যের চিকিৎসকদের নিরাপত্তা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন চিকিৎসকদের পরিবার।
তিনি জানান, আগামীকাল চিকিৎসা পরিষেবা থেকে দূরে থাকলেও জরুরিকালীন পরিষেবা যথারীতি চলবে।