ডিসিএম-এর নেতৃত্বে উদয়পুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা তিনটি গ্যাস এজেন্সিতে হানা দেন৷ মূলত, গত কয়েকদিনে উদয়পুরের মহকুমাশাসক অনিরুদ্ধ রায়ের কাছে রান্নার গ্যাস সিলিন্ডারের কালোবাজারির অভিযোগ জমা পড়েছে৷ ওই অভিযোগের ভিত্তিতে আজ মহকুমা প্রশাসন উদয়পুরে তিনটি গ্যাস এজেন্সিতে হানা দেয়৷
প্রশাসনের থাবায় উদয়পুরে বেআইনি মজুত ২৩টি সিলিন্ডার উদ্ধার হয়েছে৷ সাথে সিলিন্ডার পাচারে ব্যবহৃত অটোও আটক করেছে মহকুমা প্রশাসন৷
সোমবার ডিসিএম-এর নেতৃত্বে উদয়পুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা তিনটি গ্যাস এজেন্সিতে হানা দেন৷ মূলত, গত কয়েকদিনে উদয়পুরের মহকুমাশাসক অনিরুদ্ধ রায়ের কাছে রান্নার গ্যাস সিলিন্ডারের কালোবাজারির অভিযোগ জমা পড়েছে৷ ওই অভিযোগের ভিত্তিতে আজ মহকুমা প্রশাসন উদয়পুরে তিনটি গ্যাস এজেন্সিতে হানা দেয়৷
মহকুমাশাসক অনিরুদ্ধ রায় জানিয়েছেন, দ্বীপ গ্যাস এজেন্সি, ত্রিনয়নী গ্যাস এজেন্সি এবং মহারানি গ্যাস এজেন্সিতে আজ হানা দেওয়া হয়েছে৷ ওই অভিযানে মোট ২৩টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে৷
তিনি জানান, মহারানি গ্যাস এজেন্সির মালিকের বাড়ি থেকে বেআইনি মজুত ১৫টি ভর্তি সিলিন্ডার এবং অটোতে পাচার করার সময় ৮টি খালি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে৷ তিনি আরও জানান, ওই অটোটিও আটক করা হয়েছে৷ তবে, এখনও কারোর বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি৷ মহকুমা প্রশাসন সূত্রের খবর, সমস্ত গ্যাস এজেন্সিকে সতর্ক করা হয়েছে৷ আগামী দিনে এ-ধরনের অভিযানও জারি রাখবে মহকুমা প্রশাসন৷ ওই সময় বেআইনি মজুত সিলিন্ডার উদ্ধার হলে সংশ্লিষ্ট গ্যাস এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে মহকুমা প্রশাসন৷