নামল প্রতীক্ষিত বৃষ্টি, কলকাতা-সহ জেলায় জেলায় স্বস্তির বর্ষণ
মাত্রাতিরিক্ত গরমে জল চাই ! জল চাই শব্দে যখন আইঢাই প্রাণ বঙ্গবাসীর তখনই বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বর্ষিত হল বরুন দেবের আশীর্বাদ বারি । বারবার নিম্ন চাপের দেখা মিললেও জুলাই শেষ পর্য্যন্তও দেখা মেলেনি বৃষ্টির। অবশেষে মৌনতার অবসান ঘটিয়ে যেন বরুন দেব স্বয়ং উদয় হয়েছেন। গতকাল থেকেই কাকভেজা অবস্থা তিলোত্তমা সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলির।
আকাশ কিনারায় এখন কালো মেঘের ঘনঘটা | কলকাতা-সহ জেলায় জেলায় নামল স্বস্তির বর্ষণ| বর্ষণের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদের উত্তাপ কমেছে কিছুটা কম। গুমোট গরম কাটিয়ে স্বস্তির মেজাজে মহানগর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলা| গত মঙ্গলবার পর্যন্ত অসহ্য গরমে নাজেহাল হতে হয়েছিল শহরবাসীকে| কিন্তু, বুধবার সকাল থেকে নিম্নচাপের সৌজন্যে প্রকৃতির রূপ বদলে যায় | বুধবার রাত থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে| বর্ষণ চলছে বৃহস্পতিবারও | বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে মেঘলা আকাশ | পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিও শুরু হয়|
বর্তমানে উত্তর ওডিশা ও দক্ষিণ ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে নিম্নচাপ | জামশেদপুরের কাছে অবস্থানের জেরে বৃহস্পতিবার দিনভর ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে | তবে, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই | চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত| তবে, আগামী ৪৮ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা ও শহরতলিতে | দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে| নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে, তাই মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে |