স্বাধীনতা দিবসে বীরচক্র পাচ্ছেন অভিনন্দন বর্তমান

< 1 - মিনিট |

পাকিস্তানের মধ্যে বিমান সংঘাতের সময় বিশেষ অবদানের জন্য যুদ্ধ সেবা পদকে ভূষিত হচ্ছেন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার মিন্টি আগরওয়াল

কে আর সি টাইমস ডেস্ক

৫৮ ঘণ্টা পাকিস্তানে আটক থেকে ভারতে ফিরেছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। মিগ থেকে সুখোই সমস্ত বিমান ওড়ানোতেই কম্যান্ডার দক্ষ| সেই দিন গোটা দেশ অভ্যর্থনা জানিয়েছে এই বীর পাইলটকে। ভারতীয় বায়ুসেনার এই অফিসারই বন্দি হয়েছিলেন পাকিস্তানের হাতে| তারপর বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছিল, মিগ বিমানের থেকে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন এই এফ-১৬ যুদ্ধবিমান। মার্কিন প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান মিগের থেকে বেশি দূর থেকে ক্ষেপনাস্ত্র ছুড়তে পারে। আর সে জন্যই ওই এফ-১৬-এর উপর আর-৭৩ মিসাইল তাক করার পরেও অভিনন্দনকে পিছনেই থাকতে হয়েছিল। তিনি নিশ্চিত করেছিলেন, যাতে এফ-১৬ ধ্বংস হয়। এর এই করতে গিয়েই তাঁর নিজের বিমান ধ্বংস হয়। এফ-১৬ বিমান থেকেও দুই পাইলটকে প্যারাশুটে করে ঝাঁপ মারতে দেখা গিয়েছিল। তবে তাঁরা কোথায় গিয়ে পড়েছিলেন তা নিশ্চিত নয়। পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে গানডাউন করার পর থেকেই নিখোঁজ হয়ে যান যুদ্ধবিমানের চালক অভিনন্দন বর্তমান| স্বাধীনতা দিবসে বীরচক্র সম্মানে ভূষিত হতে চলেছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান| যুদ্ধকালীন সময়ে বীরত্বের পরিচয় দিয়ে পাওয়া এটি দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান|

বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর গত ২৭ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান সংঘাতের সময় বিশেষ অবদানের জন্য যুদ্ধ সেবা পদকে ভূষিত হচ্ছেন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার মিন্টি আগরওয়াল| এছাড়াও জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযানের জন্য কীর্তি চক্র (মরণোত্তর) সম্মানে ভূষিত হচ্ছেন ভারতীয় বায়ুসেনার (১ রাষ্ট্রীয় রাইফেলস) স্যাপার প্রকাশ যাদব| স্বাধীনতা দিবসের দিন সৌর্য্য চক্র সম্মানে ভূষিত হবেন আটজন সেনা জওয়ান (পাঁচজন মরণোত্তর)|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news