ভূস্বর্গের সামগ্রিক পরিস্থিতি ৱুঝতে কাশ্মীর উপত্যকায় রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
নিস্তব্ধ, সুনসান রাস্তাঘাট| গোল হয়ে দাঁড়িয়ে জনা দশেক লোক| চলছে কথোপকথন| মধ্যমণি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল| হাতে খাবারের প্লেট নিয়ে কাশ্মীরিদের সঙ্গে বার্তালাভ| বুধবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় খেতে-খেতে স্থানীয় কাশ্মীরিদের সঙ্গে কথা বলছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল| আর তাই নিয়েই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে খোঁজা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ|
বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গুলাম নবি আজাদ বলেছেন, ‘পয়সা দিয়ে যে কাউকেই সঙ্গে রাখা যায়|’ গুলাম নবি আজাদের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা|
সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের প্রেক্ষিতে কাশ্মীর উপত্যকায় বড় মাপের না হলেও, ছোট ছোট বিক্ষোভ-ধর্না শুরু হয়েছে| ইন্টারনেট, মোবাইল, এমনকি ল্যান্ডলাইনও কার্যত বন্ধ থাকায় গত এক সপ্তাহ ধরে কাশ্মীরের সঙ্গে বাকি দেশের যোগাযোগ প্রায় বন্ধ| এমতাবস্থায় ভূস্বর্গের সামগ্রিক পরিস্থিতি ৱুঝতে কাশ্মীর উপত্যকায় রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল| বুধবার কাশ্মীরের শোপিয়ানে রাস্তায় দাঁড়িয়ে খাবারের প্লেট হাতে নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন অজিত দোভাল|