বজরং দলের প্রদেশ স্তরের জনৈক পদাধিকারী জানিয়েছেন, তাঁদের সংগঠন এ ধরনের কোনও বনধ-এর ডাক দেয়নি
আগামীকাল শুক্রবার ৬ সেপ্টেম্বর আহূত ১২ ঘণ্টার অসম বনধ-কে কেন্দ্র করে রাজ্যে বিভ্ৰান্তের সৃষ্টি হয়েছে। ‘বিদেশিযুক্ত ভেজাল এনআরসি’ বাতিলের দাবিতে আগামীকাল ভোর ৫-টা থেকে বজরং দলের অসম শাখা ১২ ঘণ্টার অসম বনধ-এর ডাক দিয়েছে বলে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নাকচ করেছে মূল সংগঠন। বজরং দলের প্রদেশ স্তরের জনৈক পদাধিকারী জানিয়েছেন, তাঁদের সংগঠন এ ধরনের কোনও বনধ-এর ডাক দেয়নি। প্রচারিত খবরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, স্পষ্ট করে দিয়েছেন বজরং দলের নেতা।তবে জানা গেছে, সদ্য প্রকাশিত এনআরসি বাতিলের দাবিতে আগামীকাল ৬ সেপ্টেম্বর অসম বনধ-এর ডাক দিয়েছে প্ৰবীণ তোগাড়িয়া নেতৃত্বাধীন বিভাজিত আন্তর্জাতিক বজরং দল।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বজরঙের অসম প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রবীন ভুইয়াঁ গতকাল জানিয়েছিলেন, ‘বিদেশিযুক্ত ভেজাল এনআরসি’ বাতিলের দাবিতে শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫-টা থেকে ১২ ঘণ্টার অসম বনধ-এর ডাক দেওয়া হয়েছে। আহূত বনধ-কে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে তোগাড়িয়ার আন্তর্জাতিক বিশ্বহিন্দু পরিষদও।