এনআরসি বাতিলের দাবিতে বজরং দলের অসম বনধ ৬ সেপ্টেম্বর

< 1 - মিনিট |

এনআরসি-তে নাগরিকত্ব নিৰ্ধারণ করতে হবে ১৯৭১-এর পরিবৰ্তে ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ ধরে। অন্যদিকে, একই সঙ্গে হিন্দু শরণাৰ্থীদের ভারতীয় নাগরিকত্ব সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা

কে আর সি টাইমস ডেস্ক

সদ্য প্ৰকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাতিলের দাবিতে আগামী ৬ সেপ্টেম্বর অসম বনধ-এর ডাক দিয়েছে বজরং দল। বজরঙের অসম প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রবিন ভুইয়াঁ জানিয়েছেন, ‘বিদেশিযুক্ত ভেজাল এনআরসি’ বাতিলের দাবিতে আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫-টা থেকে ১২ ঘণ্টার অসম বনধ-এর ডাক দেওয়া হয়েছে। আহূত বনধ-কে সর্বাত্মক করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বজরঙের পদাধিকারী। এদিকে বজরং দল আহূত বনধ-কে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে আন্তর্জাতিক বিশ্বহিন্দু পরিষদও।

রবিন ভুইয়াঁ জানান, প্রকাশিত এনআরসি বাতিল করে নতুন করে জাতীয় নাগরিকপঞ্জি তৈরি করার দাবি জানাচ্ছে বজরং দল। তাছাড়া নতুন এনআরসি-তে নাগরিকত্ব নিৰ্ধারণ করতে হবে ১৯৭১-এর পরিবৰ্তে ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ ধরে। অন্যদিকে, একই সঙ্গে হিন্দু শরণাৰ্থীদের ভারতীয় নাগরিকত্ব সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

বজরঙের বক্তব্য, ‘১৯৫১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত যে সব হিন্দু শরণাৰ্থী অসমে এসেছেন, তাঁদের সবাইকে অসমে মর্যাদার সঙ্গে বসবাস করার অধিকার দেওয়া এবং ১৯৭১-এর পর আগত সকল হিন্দু শরণাৰ্থীকে গোটা ভারতে ভাগ করে সংস্থাপন দিতে হবে।”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news