সুখোই সু-৫৭ এখনও রাশিয়ার বায়ুসেনায় অন্তর্ভুক্তি করা হয়নি। ফলে বিমানটিতে এখনই কিনতে চাইছে না ভারত
রাশিয়ার ফিফথ জেনারেশন যুদ্ধবিমান সুখোই সু-৫৭ এখনই কেনার কথা ভাবছে না ভারতীয় বায়ুসেনা। ৯ থেকে ১২ জুলাই রাশিয়া সফরে গিয়ে সে দেশের সামরিক প্রতিনিধিদের এমনই জানিয়ে এসেছেন বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিং ধানোয়া। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে।
এক আসন, দ্বৈত ইঞ্জিন , মাল্টিরোল সুপারসনিক সুখোই সু-৫৭ এখনও রাশিয়ার বায়ুসেনায় অন্তর্ভুক্তি করা হয়নি। ফলে বিমানটিতে এখনই কিনতে চাইছে না ভারত। যখন বিমানটিকে রাশিয়ার সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে তখনই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করবে ভারত।
সুখোই এয়ারক্রাফট কোম্পানির তৈরি ৭৬ সু-৫৭ যুদ্ধবিমানের জন্য রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ করেছে কোম্পানিটি। ২০১৯ সালের শেষের দিকে সু-৫৭ বিমানটি রাশিয়ার বায়ুসেনায় অন্তর্ভুক্তি হবে।
ভারতীয় বায়ুসেনার কাছে যেসব বিমান রয়েছে তার সবকটি ফোর্থ জেনারেশন বিমান রয়েছে। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলির কাছে ফিফথ জেনারেশন যুদ্ধবিমান রয়েছে। সে ক্ষেত্রে ভারত যদি রাশিয়া থেকে সুখোই সু ৫৭ যুদ্ধবিমান কেনে তবে দক্ষিণ এশিয়ায় নিজেদের শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে।