কাছাড়ে এনআরসি তালিকা বহির্ভুত লোকেদের আইনি সহযোগিতা দেবে বিজেপি মাইনরিটি সেল

< 1 - মিনিট |

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল অনেকবার রাজ্যবাসীকে অভয় দিয়ে বলেছেন যখন একজনও প্রকৃত ভারতীয়ের চিন্তার কারণ নেই তখন সংশ্লিষ্টদের নির্ভয়ে থাকতে আবেদন জানান তিনি।

কে আর সি টাইমস ডেস্ক

এনআরসি-র চূড়ান্ত তালিকায় নাম না থাকা লোকদের সকল ধরনের আইনি সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কাছাড় জেলা মাইনরিটি সেল। তালিকায় নাম না থাকা নিয়ে জনতাকে বিচলিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনআরসি-ছুটদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে সেলের সাধারণ সম্পাদক সামসুল আলম লস্কর বলেন, এনআরসি প্রক্রিয়াটি আদালতের নির্দেশে ও তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এই প্রক্রিয়া থেকে যাতে কোনও প্রকৃত ভারতীয়ের নাম বাদ না পড়ে সেদিকে নজর দেবে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল অনেকবার রাজ্যবাসীকে অভয় দিয়ে বলেছেন যখন একজনও প্রকৃত ভারতীয়ের চিন্তার কারণ নেই তখন সংশ্লিষ্টদের নির্ভয়ে থাকতে আবেদন জানান তিনি। একই সঙ্গে জানানো হয়, আইনি সহায়তার সঙ্গে এনআরসি বিষয়ক একটি পরামর্শ কেন্দ্র করা হবে কাছাড় জেলায়।

ভারতীয় জনতা পার্টির আইনি বিশেজ্ঞরা সকল ধরনের আইনি সহযোগিতা করবেন বলে জানান সামসুল আলম লস্কর এবং শিলচর শহর মণ্ডলের মাইনরিটি সেলের সভাপতি মণির উদ্দিন লস্কর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news