পুজোর মুখে শহরের পথে টোটো-কে বাধা, প্রতিবাদে অবরোধ

< 1 - মিনিট |

মেদিনীপুর শহর থেকে নয়াগ্রাম গামী এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান একঘন্টার বেশি সময় ধরে

কে আর সি টাইমস ডেস্ক

জোর মুখে টোটো-র গতিবিধি নিয়ন্ত্রন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ  থেকে৷ মেদিনীপুর শহরে অটো- টোটো সমস্যার কারনে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ টোটো ও তাদের গতিবিধি নিয়ন্ত্রনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে অনুমদিত টোটো দের মেদিনীপুর শহরের বিভিন্ন গলিতে ঘুরতে অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু পাশের পঞ্চায়েত থেকে অনুমোদিত টোটোদের মেদিনীপুর শহরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে ৷ এই নির্দেশিকা কড়াকড়ি করে সম্প্রতি মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে টাঙিয়ে পুলিশ পদক্ষেপ নিতেও শুরু করেছে ৷   

  এতেই সমস্যা দেখা দিয়েছে টোটো চালকের মধ্যে ৷ পুজোর মুখে প্রশাসনের সিদ্ধান্তে পঞ্চায়েত এলাকার টোটো মেদিনীপুর শহরে যাত্রী নিয়ে না ঢুকতে পারলে রুজিতে টান বড়বে বলেও তাঁরা জানান৷ তাই এরই প্রতিবাদে মেদিনীপুর শহরের প্রান্তে খয়েরুল্লাচক এলাকাতে শতাধিক টোটো চালক রাজ্য সড়ক অবরোধ করেন ৷ যারা পঞ্চায়েত এলাকাতে টোটো চালান ৷ মেদিনীপুর শহর থেকে নয়াগ্রাম গামী এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান একঘন্টার বেশি সময় ধরে ৷ পরে গুড়গুড়িপাল থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে ৷  টোটো চালকেরা জানান- অবিলম্বে পুজোর মুখে দেওয়া এই ফতোয়া তুলতে হবে ৷ আমাদের রুজি কমে যাবে পুজোতে ৷ না তুললে আমরা ফের অবরোধ আন্দোলনে নামবো ৷  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news