বোড়ো শান্তিচুক্তি : অসম সরকারের কাছে অস্ত্র সংবরণ এনডিএফবি-র চার গোষ্ঠীর ১৬১৫ জন নেতা ও সক্রিয় ক্যাডারের

2 - মিনিট |

আনুষ্ঠানিকভাবে অস্ত্র সংবরণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে অসমের উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বডোল্যান্ড (এনডিএফবি)-এর চার গোষ্ঠীর ১৬১৫ জন সক্রিয় ক্যাডার

কে আর সি টাইমস ডেস্ক

আনুষ্ঠানিকভাবে অস্ত্র সংবরণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে অসমের উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বডোল্যান্ড (এনডিএফবি)-এর চার গোষ্ঠীর ১৬১৫ জন সক্রিয় ক্যাডার। বৃহস্পতিবার সকাল ১০.৪৫ মিনিটে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সত্যেন গর্গ, রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ, পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত, উত্তরপূর্বের দায়িত্বপ্রাপ্ত সেনা-প্রধান, বিএসএফ, সিআরপিএফ-এর শীর্ষ পদাধিকারী, বিটিসি-প্রধান হাগ্রামা মহিলারিদের সাক্ষী রেকে সভামঞ্চে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থ-সহ বহু দফতরের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছেন এক এক করে এনডিএফবি (আর)-এর সভাপতি রঞ্জন দৈমারি, এনডিএফবি (প্রগ্রেসিভ)-প্রধান গোবিন্দ বসুমতারি, এনডিএফবি (ধীরেন)-প্রধান ধীরেন বড়ো এবং এনডিএফবি (সং)-প্রধান বি সাওরাইগৌরা।

আজকের অনুষ্ঠানে মোট ১৭৮টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্ৰের পাশাপাশি ১৪টি গ্ৰেনেড, ২-টি মোৰ্টার, একে সিরিজের রাইফেল, আমেরিকান এম-১৬-সহ গ্ৰেনেড লঞ্চার ও বহু গোলাবারুদ আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে জঙ্গি সংগঠনগুলি।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি নয়াদিল্লিতে কেন্দ্ৰীয় সরকার, রাজ্য সরকার এবং উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বডোল্যান্ড (এনডিএফবি)-এর চার গোষ্ঠী-সহ বড়ো জনগোষ্ঠীয় কয়েকটি সংগঠনের মধ্যে সম্পাদিত হয়েছে ঐতিহাতিক তৃতীয় ত্ৰিপাক্ষিক চুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পাশাপাশি নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা, বিটিসি-প্রধান হাগ্রামা মহিলারি-সহ (এনডিএফবি-আর)-এর সভাপতি রঞ্জন দৈমারি, এনডিএফবি (প্রগ্রেসিভ)-এর গোবিন্দ বসুমতারি, লরেন্স ইসলারি, এনডিএফবি (ধীরেন)-এর ধীরেন বড়ো, এনডিএফবি (সং)-এর সচিব বি সাওরাইগৌরা, নিখিল বড়ো ছাত্ৰ ইউনিয়ন (এবসু) সভাপতি প্রমোদ বড়ো-সহ আরও কয়েকজন সংশ্লিষ্ট জনগোষ্ঠীয় নেতা। এর পরই ঠিক হয়েছিল আজ ৩০ জানুয়ারি জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যুদিবেসের দিন অসম তথা বড়োল্যান্ডের স্থায়ী শান্তি কামনায় অস্ত্র সংবরণ করবেন উগ্রপন্থীরা। আগামী ৭ ফেব্রুয়ারি বিটিএডি সদর কোকরাঝাড়ে শান্তিচুক্তি সম্পাদন উপলক্ষ্যে এক উৎসবের আয়োজন করা হয়েছে। ওই উৎসবে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত, চলতি মাসের প্ৰথমদিকে রাজ্যের ৮টি উগ্ৰপন্থী সংগঠনের ৬৪৪ জন নেতা ও ক্যাডার অস্ত্ৰ সংবরণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছিল৷ আজ এনডিএফবি-র সব কয়টি গোষ্ঠী মূল স্রোতে ফিরে আসায় বড়োল্যান্ডের দীৰ্ঘদিনের অশান্ত পরিবেশের যবনিকা ঘটছে বলে মনে করা হচ্ছে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news