বৃষ্টিতে হেলিকপ্টার ভেঙে বিপত্তি

< 1 - মিনিট |

বিগত ৪ দিনে দু’বার হেলিকপ্টার ভেঙে বিপত্তি, উত্তরকাশীর আরকোট-এ স্থগিত চপার পরিষেবা

কে আর সি টাইমস ডেস্ক

গত ৪ দিনে পরপর দু’বার হেলিকপ্টার ভেঙে পরে বিপত্তি! প্রথমে গত বুধবার, তারপর শুক্রবার উত্তরকাশী জেলার মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত এলাকায় ভেঙে পড়ে দু’টি হেলিকপ্টার| গত বুধবারের ঘটনায় মৃত্যু হয়েছিল ক্যাপ্টেন, কো-পাইলট ও স্থানীয় এক বাসিন্দার| গত বুধবারের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবারও ফের ভেঙে পড়ে একটি হেলিকপ্টার| আর তাই মেঘভাঙা বিধ্বস্ত উত্তরকাশী জেলার আরাকোট-এ সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে হেলিকপ্টার পরিষেবা| উত্তরকাশীর জেলাশাসক আশীষ চৌহান জানিয়েছেন, আপাতত আরাকোট-এ সাময়িকের জন্য হেলিকপ্টার পরিষেবা স্থগিত রাখা হয়েছে|

উল্লেখ্য, গত বুধবার বিদ্যুতের তার জড়িয়ে উত্তরকাশীর মোলদির কাছে ভেঙে পড়েছিল একটি হেলিকপ্টার| গত বুধবারের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ক্যাপ্টেন, কো-পাইলট ও স্থানীয় এক বাসিন্দা| বুধবারের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবারও ভেঙে পড়ে একটি হেলিকপ্টার| শুক্রবার আরাকোট-এর কাছে তিকোচি এলাকায় ভেঙে পড়ে একটি হেলিকপ্টার| সৌভাগ্যবশত ওই ঘটনায় কারও মৃত্যু হয়নি| সামান্য জখম হন ওই হেলিকপ্টারের পাইলট এবং সহকারী পাইলট|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news