সিএএ ও এনআরসি প্রতিবাদ : বিহারে বিক্ষোভ প্রদর্শন আরজেডি-র

< 1 - মিনিট |

পাটনা, দারভাঙ্গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আরজেডি কর্মীরা। কোথাও কোথাও আবার রেল অবরোধও করেন লালু প্রসাদ যাদবের দলের কর্মীরা। ফলে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

কে আর সি টাইমস ডেস্ক

অশান্তির পারদ চড়ছিলই। উত্তাপ এবার ছড়িয়ে পড়ল বিহারেও। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র প্রতিবাদে শনিবার বিহার বনধের ডাক দিয়েছিল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। সেই মতো শনিবার সকাল থেকেই পাটনা, দারভাঙ্গা-সহ বিহারের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করলেন আরজেডি কর্মীরা। পাটনা, দারভাঙ্গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আরজেডি কর্মীরা। কোথাও কোথাও আবার রেল অবরোধও করেন লালু প্রসাদ যাদবের দলের কর্মীরা। ফলে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

দারভাঙ্গায় প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করেই শরীর থেকে জামা খুলে বিক্ষোভ প্রদর্শন করেন আরজেডি কর্মীরা। একই ছবি ধরা পড়ে পাটনা-সহ বিহারের অন্যান্য জেলাতেও। পাটনা মীঠাপুরে বাস আটকে দেন বিক্ষোভকারীরা, সাত সকালে আরারিয়াতে বনধ সমর্থকরা রেল অবরোধ করেন। সমস্তীপুরে বনধ সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। আরজেডি-র ‘বিহার বনধ’-এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news