রামদেব জানান, ‘বেশ কিছু দেশীয় এবং আন্তর্জাতিক শক্তি সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছে।’
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বেশ কিছু দেশীয় এবং আন্তর্জাতিক শক্তি সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সিএএ-র প্রেক্ষিতে দেশজুড়ে প্রতিবাদ ও হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার এমনই মন্তব্য করেছেন যোগগুরু বাবা রামদেব। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগগুরু বাবা রামদেব বলেছেন, ‘কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না। ভুল তথ্য প্রচার করা হচ্ছে যে, সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, যা মোটেও সঠিক নয়।’
সিএএ-র প্রেক্ষিতে হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যোগগুরু রামদেব আরও বলেছেন, ‘বেশ কিছু দেশীয় এবং আন্তর্জাতিক শক্তি সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছে।’ প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। হিংসাত্মক ঘটনাও ঘটেছে। যদিও, সিএএ সম্পর্কে দেশবাসীকে অবগত করার জন্য প্রচার অভিযান চালাচ্ছে বিজেপি।