তদন্তের স্বার্থে ক্রিশ্চিয়ান মিশেলের স্বাক্ষর ও হস্তাক্ষরের নমুনাও চেয়েছে সিবিআই। মিশেলের বিরুদ্ধে করা অভিযোগ গুরুতর বলে পর্যবেক্ষণ করে ৭ সেপ্টেম্বর তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লির একটি আদালত
অগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তির মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলকে তিহার জেলে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে মঙ্গলবার নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তের স্বার্থে ক্রিশ্চিয়ান মিশেলের স্বাক্ষর ও হস্তাক্ষরের নমুনাও চেয়েছে সিবিআই। এই আবেদনের শুনানি হবে আগামী ২০ সেপ্টেম্বর। অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেলকে ২০ সেপ্টেম্বর আদালতেও তোলা হবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
মিশেলের বিরুদ্ধে করা অভিযোগ গুরুতর বলে পর্যবেক্ষণ করে এর আগে ৭ সেপ্টেম্বর তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লির একটি আদালত। গত বছর দুবাই থেকে হস্তান্তরিত করা হয়েছিল মিশেলকে এবং বর্তমানে অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার চুক্তিতে দুর্নীতির অভিযোগে তিহার জেলে রাখা হয়েছে অভিযুক্তকে। এই চুক্তিতে “মধ্যস্থতাকারী” হিসাবে তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে সিবিআই এবং অন্যদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগের তদন্ত করছে।