প্রত্যেকেই যাতে ‘প্রণাম’ প্রকল্পের আওতায় আসেন, তাই খতিয়ে দেখছেন কলকাতা পুলিশ
সোমবার রাতে নেতাজিনগরে নৃশংস খুনের ঘটনায় শোকাহত কলকাতা পুলিশ প্রবীণদের সুরক্ষা ও নিরাপত্তায় প্রণাম প্রকল্পের সূচনা । শুধু কি একটি ! লাগাতার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে প্রবীণ খুনের ঘটনা। কিছুদিন আগেই বেহালায় বৃদ্ধা খুনের ঘটনাও নাড়া দেয় সকলকেই। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরেও নৃশংসভাবে খুন করা হয় বৃদ্ধ দম্পতিকে। পরপর এই ঘটনার জেরে এবার এসওপি তৈরি করল লালবাজার পুলিশ কমিশন। সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রবীণ নির্যাতনের ঘটনায় ইতি টানতে ততপর হয়েছে কলকাতা পুলিশ।
শহরের প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তায় বাড়তি নজর কলকাতা পুলিশের | শহরের একাকী বৃদ্ধ দম্পতির নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেক বৃদ্ধ দম্পতির বাড়িতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই সেই বিষয়ে শুরু হয়ে গেছে কাজ।
লালবাজারে সাব ডিসি, অতিরিক্ত কমিশনারদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। তারপর প্রত্যেক থানার ওসিকে ডেকে নির্দেশ দিয়েছেন, নিজেদের এলাকায় কোন কোন বাড়িতে বৃদ্ধ দম্পতি থাকেন, বা বৃদ্ধ-বৃদ্ধা একা থাকেন, তা নিশ্চিত করে সেখানে বাড়ির ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগাতে। সেই সিসিটিভির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে সংশ্লিষ্ট থানার। অর্থাৎ, থানায় বসেই বাড়ির উপর নজর রাখতে পারবে পুলিশ। দরকার হলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
পুলিশ কমিশনার অনুজ শর্মার নির্দেশ, একা বসবাসকারী বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ি আনতে হবে সিসিটিভি নজরদারির আওতায় ৷ বৃহস্পতিবার তাঁরই নির্দেশে নিউ আলিপুরের ওসি নেতাজিনগর এলাকার এক বৃদ্ধার বাড়িতে যান ৷ ওসির তত্ত্বাবধানে লাগানো হয় সিসিটিভি ৷ স্থানীয় থানা থেকে ওই সিসিটিভিগুলিতে নজরদারি চালানো হবে ৷ এছাড়াও ওই বৃদ্ধার ঘরের দেওয়ালে জরুরিকালীন, গুরুত্বপূর্ণ একাধিক নম্বর লিখে টাঙিয়ে দেওয়া হয়৷ কলকাতা পুলিশের উদ্যোগে খুশি ওই বৃদ্ধা৷
পুলিশ কমিশনারের দেওয়া নির্দেশিকা অনুযায়ী যে বৃদ্ধ বা বৃদ্ধারা মূলত একা থাকেন, অথবা যে বৃদ্ধ দম্পতির সন্তান কাছে থাকেন না, তাঁদের উপর মূলত গুরুত্ব দিতে হবে। তৈরি করতে হবে বৃদ্ধ-বৃদ্ধাদের ডেটাবেস, যাতে তাঁদের সম্পূর্ণ পরিচয়, আয়া বা নার্স, যাঁরা প্রত্যেকদিন বাড়িতে আসেন, দুধওয়ালা বা কাগজওয়ালাদের পরিচয় জানাতে হবে। বাড়িতে কোনও মিস্ত্রি কাজ করলে তা যেন বৃদ্ধ বা বৃদ্ধারা পুলিশকে জানান। কোন ঠিকাদারের আওতায় কোন মিস্ত্রিরা কাজ করছে, তা জানতে হবে পুলিশকে। প্রত্যেকেই যাতে ‘প্রণাম’ প্রকল্পের আওতায় আসেন, তা দেখতে হবে। প্রত্যেক বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে অ্যালার্ম বেল থাকবে। কোনও সমস্যা দেখলেই তিনি সেই অ্যালার্ম বাজিয়ে বাইরের লোককেও সতর্ক করতে পারবেন। একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য এই ধরনের একগুচ্ছ ব্যাবস্থা নিয়েছে কলকাতা পুলিশ |