এই হাউজিং ফান্ডে বিনিয়োগ করবে এলআইসি, এনআইআইএফ-ও
মাঝারি আয় সম্পন্নদের জন্য আবাসন প্রকল্পে কেন্দ্রের আর্থিক সাহায্য ঘোষণা অর্থমন্ত্রীর। অর্থনৈতিক বৃদ্ধি ৫ শতাংশ কমে যাওয়ার পরই অর্থনীতিতে মন্দা ঘনানোর অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। দেশের আর্থিক মন্দার পরিস্থিতি বদলাতে শনিবার নয়া দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে কেন্দ্রের তরফে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিনের একাধিক ঘোষণার মধ্যে আবাসন শিল্পে জোর দিতে ১০,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে কেন্দ্রীয় সরকার, এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
মাঝারি আয় সম্পন্নদের জন্য আবাসন প্রকল্পে আর্থিক সাহায্য
এনপিএ নয় এবং এনসিএলটি (জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল)-এর অধীনস্থ নেই এমন বকেয়া আবাসন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে আর্থিক সাহায্য করা হবে। মূলত মাঝারি আয় সম্পন্নদের জন্যই এই আবাসন প্রকল্প। ১০ হাজার কোটি টাকার এই ফান্ডে অধিকাংশ কেন্দ্রীয় সরকার এবং কিছুটা বহিরাগত বিনিয়োগকারীদের তরফে ব্যবস্থা করা হবে। এই হাউজিং ফান্ডে বিনিয়োগ করবে এলআইসি, এনআইআইএফ-ও।
ইসিবি গাইড লাইনে প্রভূত সংস্কার
সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পে উন্নয়নের জন্য সরকার ইসিবি নির্দেশিকায় বিভিন্ন সংস্কার করবে। লক্ষণীয় যে, গত কয়েক বছরে বিদেশি বাণিজ্যিক ঋণ (ইসিবি) ভারতীয় সংস্থাগুলির জন্য তহবিল সংগ্রহের এক উপায় হিসাবে উদ্ভূত হচ্ছে। ইসিবি উইন্ডোর অধীনে ভারতীয় সংস্থাগুলি নির্দিষ্ট পরিস্থিতিতে বিভিন্ন উপকরণের মাধ্যমে বিদেশ থেকে ঋণ সংগ্রহের যোগ্য।