কলকাতা পুলিশকে সন্মান জানানোর জন্য চালতা বাগান দুর্গোৎসব কমিটির থিম হল ‘এবারের পুজোটা ওঁদের জন্য’
কলকাতার দুর্গা পুজো মানেই রাস্তায় মানুষের ঢল, সারি সারি গাড়ির জ্যাম, ঠাকুর দেখার লাইনে ঠেলাঠেলি| তবে,ঠেলাঠেলি সামলে,গাড়ি সরিয়ে যারা শহরবাসীকে ঠাকুর দেখার সুযোগ করে দেন তারা হলেন কলকাতা পুলিশ | আর এবার তাই কলকাতা পুলিশকে সন্মান জানানোর জন্য চালতা বাগান দুর্গোৎসব কমিটির থিম হল ‘এবারের পুজোটা ওঁদের জন্য’|
ঢাকে কাঠি পড়তে আর মাত্র ৩১ দিন বাকী| সারাবছরের প্রতিক্ষা শেষে দুর্গা পুজোর আলোয় মেতে উঠবে কলকাতা শহর ও শহরতলীর রাস্তা |সময় হাতে খুবই কম তাই চরম ব্যস্ত পুজো প্যান্ডেল গুলো |পুজো আসছে মানেই সবার মন খুশিতে মেতে ওঠে| কিন্তু অন্যদিকে নিজেদের খুশি বিসর্জন দিয়ে অন্য মানুষের মুখে হাসি ফোটাতে দুর্গা পুজোর চারটে দিন অকান্ত পরিশ্রম করে কলকাতা পুলিশ | কলকাতা পুলিশের অক্লান্ত পরিশ্রম ছাড়া সফলভাবে তিলোত্তমায় দুর্গোৎসব করা কখনই সম্ভব নয় | তাই এবার চালতা বাগানের মন্ডপ সাজবে কলকাতা পুলিশের ক্যান্ডিড ছবি দিয়ে | সঙ্গে থাকবে কয়েকটি মডেলও। আলাদা করে সেখানে দেখানো হবে ডগ স্কোয়াড, মাউন্টেন পুলিশ, এসটিএফ, গোয়েন্দা বিভাগ, সাইবার ক্রাইম থানা ও রিভার ট্র্যাফিক পুলিশের বিভিন্ন কাজকর্ম। শিল্পী সায়ক রাজই এবার সাজিয়ে তুলবেন চালতা বাগানের পুজো প্যান্ডেল|