কলকাতা পুলিশকে সন্মান জানাবে চালতা বাগান

< 1 - মিনিট |

কলকাতা পুলিশকে সন্মান জানানোর জন্য চালতা বাগান দুর্গোৎসব কমিটির থিম হল ‘এবারের পুজোটা ওঁদের জন্য’

কে আর সি টাইমস ডেস্ক

কলকাতার দুর্গা পুজো মানেই রাস্তায় মানুষের ঢল, সারি সারি গাড়ির জ্যাম, ঠাকুর দেখার লাইনে ঠেলাঠেলি| তবে,ঠেলাঠেলি সামলে,গাড়ি সরিয়ে যারা শহরবাসীকে ঠাকুর দেখার সুযোগ করে দেন তারা হলেন কলকাতা পুলিশ | আর এবার তাই কলকাতা পুলিশকে সন্মান জানানোর জন্য চালতা বাগান দুর্গোৎসব কমিটির থিম হল ‘এবারের পুজোটা ওঁদের জন্য’|


ঢাকে কাঠি পড়তে আর মাত্র ৩১ দিন বাকী| সারাবছরের প্রতিক্ষা শেষে দুর্গা পুজোর আলোয় মেতে উঠবে কলকাতা শহর ও শহরতলীর রাস্তা |সময় হাতে খুবই কম তাই চরম ব্যস্ত পুজো প্যান্ডেল গুলো |পুজো আসছে মানেই সবার মন খুশিতে মেতে ওঠে| কিন্তু অন্যদিকে নিজেদের খুশি বিসর্জন দিয়ে অন্য মানুষের মুখে হাসি ফোটাতে দুর্গা পুজোর চারটে দিন অকান্ত পরিশ্রম করে কলকাতা পুলিশ | কলকাতা পুলিশের অক্লান্ত পরিশ্রম ছাড়া সফলভাবে তিলোত্তমায় দুর্গোৎসব করা কখনই সম্ভব নয় | তাই এবার চালতা বাগানের মন্ডপ সাজবে কলকাতা পুলিশের ক্যান্ডিড ছবি দিয়ে | সঙ্গে থাকবে কয়েকটি মডেলও। আলাদা করে সেখানে দেখানো হবে ডগ স্কোয়াড, মাউন্টেন পুলিশ, এসটিএফ, গোয়েন্দা বিভাগ, সাইবার ক্রাইম থানা ও রিভার ট্র্যাফিক পুলিশের বিভিন্ন কাজকর্ম। শিল্পী সায়ক রাজই এবার সাজিয়ে তুলবেন চালতা বাগানের পুজো প্যান্ডেল|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news