চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান ২

< 1 - মিনিট |

এখন চাঁদকে ১৭৯ কিমি X ১৪১২ কিমি কিলোমিটার দূর থেকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান-২।

কে আর সি টাইমস ডেস্ক

পূর্ব নির্ধারিত মতোই বুধবার সকাল ৯ টা ৪ মিনিটে চাঁদের চারপাশে আরও একটি প্রদক্ষিণ সফল ভাবে সম্পূর্ণ করল চন্দ্রযান-২। লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে এদিন চাঁদের কক্ষপথে আরও একবার প্রদক্ষিণ সম্পূর্ণ করে চন্দ্রযান-২।

বোর্ড প্রোপালসন সিস্টেম ব্যবহার করে নিজেকে চাঁদের আরও কাছে নয়া কক্ষপথে প্রতিষ্ঠিত করে ভারতের দ্বিতীয় চন্দ্রযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে ট্যুইট করে এদিন জানানো হয়েছে, “এখন চাঁদকে ১৭৯ কিমি X ১৪১২ কিমি কিলোমিটার দূর থেকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান-২।” এরপর আগামী ৩০ আগস্ট সন্ধে ৬টা থেকে ৭ টার মধ্যে চাঁদকে আরও একবার প্রদক্ষিণ করে নিজেকে আরও একটি নয়া কক্ষপথে প্রতিষ্ঠিত করবে চন্দ্রযান-২। আর মাত্র ১১ দিন, তারপরই আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটি ছোঁওয়ার কথা চন্দ্রযান-২ এর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news