ইসরোর চন্দ্রযান ২ কে আলোক সজ্জার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলবে শ্রীভূমিতে| তাছাড়াও বিভূতিভূষণের গল্প চাঁদের পাহাড় আর দেবের ছবিতে আমাজনের জঙ্গলের আবহকে সামনে রেখে তৈরি হচ্ছে সেই আলোকসজ্জা
চারিদিকে যখন চন্দ্রযান ২ নিয়ে উৎসাহের শেষ নেই ভারতবাসীর মনে| ঠিক সেই সময়ে নয়া চমকে হাজির শ্রীভূমি স্পোর্টিং দুর্গোৎসব কমিটি| এবার চাঁদে নেমে যে ‘চাঁদের পাহাড়’ দেখানোর পরিকল্পনা করেছিল বাস্তবের বিক্রম,সেই দৃশ্যই লাইটিংয়ের মাধ্যমে দেখাবে শ্রীভূমি স্পোর্টিং|
হাতে আর মাত্র ১৮ দিন| প্রতিক্ষার প্রহর গুনছে শহরবাসী | আর কিছু দিনের মধ্যেই তিলোত্তমা সেজে উঠবে আলোয়| প্যান্ডেলে প্যান্ডেলে বিরাজ করবেন মা দুর্গা| আর কলকাতার পুজো প্যান্ডেল মানেই নিত্য নতুন চমক|আর বলাই বাহুল্য সেই চমকে বেশ কিছুটা এগিয়ে শ্রীভূমি | তাই ব্যতিক্রম হলনা এই বছরও | ইসরোর চন্দ্রযান ২ কে আলোক সজ্জার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলবে শ্রীভূমিতে| তাছাড়াও বিভূতিভূষণের গল্প চাঁদের পাহাড় আর দেবের ছবিতে আমাজনের জঙ্গলের আবহকে সামনে রেখে তৈরি হচ্ছে সেই আলোকসজ্জা। চন্দননগরের আলোতেই আলোকিত হচ্ছে শ্রীভূমির আলোকসজ্জা |
শ্রীভূমি স্পোর্টিং দুর্গোৎসব কমিটির থিমে থাকছে মৌর্য সাম্রাজ্যের বিস্তারিত রাজপাট| মৌর্য স্থাপত্য-শিল্পের একটা বড় অংশ উঠে আসছে এবার শ্রীভূমির মণ্ডপে | প্রতিবারের মতো এবারেও সোনার গয়না দিয়েই সাজানো হবে প্রতিমাকে |