প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেন ‘আমি বৃদ্ধ, আমাকে তিহড়ে পাঠাবেন না’
আর্জি শুনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা চিদম্বরমকে তিহড়ে পাঠাননি। কিন্তু গৃহবন্দি রাখতেও রাজি হননি। তাঁকে আগামী বৃহস্পতিবার অবধি ফের সিবিআই হেফাজতে রাখতে বলা হয়েছে
ফের সিবিআই হেফাজতে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম | আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় সোমবার চিদম্বরমকে আদালতে পেশ করা হলে বিচারপতি তাঁকে আরও তিনদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠান | ফলে আপাতত তিহার জেলে যেতে হচ্ছে না প্রাক্তন অর্থমন্ত্রীকে । আগামী বৃহস্পতিবার ফের তাঁকে বিশেষ আদালতে পেশ করা হবে | সে পর্যন্ত তিনি সিবিআই হেফাজতেই থাকবেন ।
আজ সোমবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেন ‘আমি বৃদ্ধ, আমাকে তিহড়ে পাঠাবেন না’। সোমবার তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়। চিদম্বরম ও তাঁর কৌঁসুলিদের আশঙ্কা ছিল, তাঁকে এদিন তিহড় জেলে পাঠানো হতে পারে। তাই চিদম্বরমের কৌঁসুলি কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন, প্রাক্তন অর্থমন্ত্রীর বয়স ৭৪। তাঁকে তিহড় জেলে পাঠানো ঠিক হবে না। তাঁকে জামিন দেওয়া হোক। নয়তো তাঁকে গৃহবন্দি করে রাখা হোক।
এই আর্জি শুনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা চিদম্বরমকে তিহড়ে পাঠাননি। কিন্তু গৃহবন্দি রাখতেও রাজি হননি। তাঁকে আগামী বৃহস্পতিবার অবধি ফের সিবিআই হেফাজতে রাখতে বলা হয়েছে। চিদম্বরম এখন বন্দি আছেন দিল্লিতে সিবিআই-এর গেস্ট হাউসে। সুপ্রিম কোর্ট তাঁকে বলেছে, জামিনের জন্য উপযুক্ত আদালতে আবেদন জানাতে হবে। কপিল সিব্বল তখন বলেন, আপনারা এইভাবে কাউকে হেনস্থা করতে পারেন না। নিম্ন আদালত যদি চিদম্বরমের অনুরোধ না শুনে তাঁকে জেলে পাঠায় তাহলে কী হবে? শীর্ষ আদালত বলে, কেবলমাত্র রাজবন্দিদেরই গৃহবন্দি করে রাখা হয়। বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি এ এস বোপান্না বলেন, জামিনের জন্য প্রাক্তন মন্ত্রী বিশেষ সিবিআই আদালতে আবেদন করছেন না কেন? সেই কোর্টই তো তাঁকে সিবিআই কাস্টডিতে রাখতে বলেছে।