চিদম্বরমের জামিনের আবেদন ভিত্তিহীন:সুপ্রিম কোর্ট

< 1 - মিনিট |

দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পি চিদম্বরম| কিন্তু, সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল পি চিদম্বরমের আর্জি| পি চিদম্বরমের জামিন নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত জানিয়েছে, গত ২১ আগস্ট পি চিদম্বরম গ্রেফতার হওয়ার কারণে এই আবেদনের কোনও মূল্য নেই

কে আর সি টাইমস ডেস্ক

দিল্লি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও বড়সড় ধাক্কা খেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| আইএনএক্স মিডিয়া মামলায় (সিবিআই-এর তদন্ত) সম্প্রতি পি চিদম্বরমের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট| দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পি চিদম্বরম| কিন্তু, সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল পি চিদম্বরমের আর্জি| পি চিদম্বরমের জামিন নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট| সোমবার পি চিদম্বরমকে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট আদালতে জামিনের আবেদন করার জন্য| শীর্ষ আদালত জানিয়েছে, গত ২১ আগস্ট পি চিদম্বরম গ্রেফতার হওয়ার কারণে এই আবেদনের কোনও মূল্য নেই|

আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতি মামলায় এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| গ্রেফতার হওয়ার আগে, গত মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট| দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ও রক্ষাকবচের আর্জি নিয়ে গত বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পি চিদম্বরমের আইনজীবীরা| কিন্তু, ওই দিন দিনভর দৌড়েও বিশেষ লাভ হয়নি|

পি চিদম্বরমের আর্জির শুনানি হয়নি গত বুধবার| এরপর গত শুক্রবার শুনানি শুরু হলেও, ২৬ আগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়| সোমবার সকালে পি চিদম্বরমের আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু হলে, সুপ্রিম কোর্ট জানায়-গত ২১ আগস্ট পি চিদম্বরম গ্রেফতার হওয়ার কারণে এই আবেদনের কোনও মূল্য নেই| পাশাপাশি জামিনের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হওয়ার জন্য পি চিদম্বরমকে নির্দেশষ দিয়েছে সুপ্রিম কোর্ট| অর্থাত্ পি চিদম্বরমের জামিন নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news