বউবাজারের ক্ষতিগ্রস্তদের একগুচ্ছ অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

< 1 - মিনিট |

বাড়ির বদলে মিলবে বাড়ি| তিনি জানান বাড়ির বদলে যারা বাড়ি চেয়েছে, রেল তাতে সম্মত হয়েছে। সমীক্ষা করে বাড়ি তৈরি করে দেওয়া হবে। একইভাবে দোকানের বদলে মিলবে দোকান| যাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকতে চান তাঁদের ভাড়া মেটাবে মেট্রো

কে আর সি টাইমস ডেস্ক

বউবাজারের ক্ষতিগ্রস্তদের বিপর্যয় মোকাবেলায় একগুচ্ছ অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মঙ্গলবার পুলিশ কমিশনার অনুজ শর্মা, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মেট্রোর আধিকারিক এবং দুর্গা পিটুরি লেনের ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী| ওই বৈঠকের পরই, সাংবাদিক সম্মেলন করে বউবাজারের ক্ষতিগ্রস্তদের জন্য একগুচ্ছ অনুদানের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “এটা দোষ-গুণ বিচারের সময় নয়। একসঙ্গে বিপর্যয় মোকাবিলা করতে হবে। মুখ্যসচিবের নেতৃত্বে গাইডলাইন মেনে কাজ করবে কোর কমিটি।” এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মঙ্গলবার বউবাজারের যে বাড়িটি ভেঙ্গে পরে, সামনেই ওই পরিবারের মেয়ের বিয়ে হওয়ায়, সেই শীল পরিবারের মেয়ের বিয়ের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার৷ ওই পরিবারকে আরও ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণস্বরূপ দেবে মেট্রোও৷ এছাড়াও অনান্য ক্ষতিগ্রস্তদেরও ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে মেট্রো|

এছাড়াও বাড়ির বদলে মিলবে বাড়ি| তিনি জানান বাড়ির বদলে যারা বাড়ি চেয়েছে, রেল তাতে সম্মত হয়েছে। সমীক্ষা করে বাড়ি তৈরি করে দেওয়া হবে। একইভাবে দোকানের বদলে মিলবে দোকান| যাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকতে চান তাঁদের ভাড়া মেটাবে মেট্রো। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বাড়ির মূল্যবান জিনিস যাতে চুরি না হয়ে যায় তার জন্য সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখা হচ্ছে।

এখনও পর্যন্ত মোট ৫২ টি পরিবারকে সরানো হয়েছে। বাড়ি হস্তান্তর না হওয়া পর্যন্ত ঘর হারাদের সমস্ত দায়িত্ব মেট্রো কর্তৃপক্ষের। অন্যদিকে, কর্মহীনদের মাসহারার প্রস্তাব দেওয়া হয়েছে। জেমস সিনেমার কাছে মেট্রোর বাড়ি রয়েছে, সেই বাড়িতে অস্থায়ী জায়গা দেওয়ার ব্যবস্থার ভাবনা চলছে। সরকারি তরফে দরকারি নথি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিতে ১ জন করে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news