সাগরদিঘিতে ফের এনআরসি নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

< 1 - মিনিট |

বাংলায় এনআরসি হবে না। আপনারা বাইরের কারও কথায় বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন আমাদের, যাঁরা আপনাদের জন্য কাজ করে। প্রত্যেকে আপনারা এদেশের নাগরিক। কাউকে বিতাড়িত হতে দেব না: মুখ্যমন্ত্রী

কে আর সি টাইমস ডেস্ক

সাগরদিঘির সভা থেকে ফের একবার এনআরসি নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘির সভা থেকে মুখ্যমন্ত্রী ফের এনআরসি বিরোধিতায় সুর চড়ান। তিনি স্পষ্ট বলেন, ‘বাইরের নেতারা এসে এনআরসি নিয়ে আপনাদের ভয় দেখাচ্ছে। আমি বলছি, বাংলায় এনআরসি হবে না। আপনারা বাইরের কারও কথায় বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন আমাদের, যাঁরা আপনাদের জন্য কাজ করে। প্রত্যেকে আপনারা এদেশের নাগরিক। কাউকে বিতাড়িত হতে দেব না।’ এদিন সাগরদিঘির সভা থেকে বিভিন্ন প্রকল্পের কাজের জন্য আরও এক হাজার কোটি টাকা বরাদ্দ করে গেলেন মুখ্যমন্ত্রী। সভা সেরেই তিনি পৌঁছে যান বাহালনগরে, জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে নিহত শহিদ শ্রমিকদের বাড়িতে। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ৫০ হাজার টাকা। এছাড়া ওই সভায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিমকে ‘বিজেপির সবচেয়ে বড় দালাল’ বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বাংলার সংখ্যালঘুদের দলে টানতে তৃণমূল বিরোধী প্রচার শুরু করে দিয়েছেন। এবার তাঁকে পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। সাগরদিঘির সভা থেকে তিনি বলেন, ‘হায়দরাবাদ থেকে কেউ টাকার থলি নিয়ে এখানে এসে বলছে যে মুসলিমদের জন্য লড়াই করবে। কী করে লড়াই করবে? ওরাই তো বিজেপির সবচেয়ে বড় দালাল। কেউ লড়বে না, লড়ব আমরাই।’ উল্লেখ্য, সম্প্রতি শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরদ্ধে ওয়েইসি তোপ দেগে বলেছিলেন, ‘বাংলায় মুসলমানরা সুরক্ষিত নয়। দীর্ঘদিন ধরে তাদের ঠকিয়ে আসছে তৃণমূল। বাংলায় বিজেপি কী করে ৪২টির মধ্যে ১৮টি লোকসভা আসন পেল, সেই জবাব দিন মুখ্যমন্ত্রী।’ একুশের ভোটে শুধু বিজেপিই নয়, মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের বিরুদ্ধে লড়াইয়েও যে বেশ বেগ পেতে হবে তৃণমূলকে, তা বেশ টের পেয়েছেন দলনেত্রী। আর তাই এমন বার্তা। কেননা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনেই প্রার্থী দেবে মিম। এমনটাই আগেই জানিয়েছেন মিমের মুখপাত্র আসিফ ওয়াকার। ওয়াকার আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে আমাদের উপস্থিতি রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য সব আসনেই আমরা প্রার্থী দেব।’ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news