দমকলের দু’টি ইঞ্জিন এসে তিন ঘণ্টার প্রচেষ্টায় আয়ত্তে এনেছে আগুন| আগুন নিভে যাওয়ার পর বাড়ির ভিতর থেকে ঝলসে যাওয়া তিনটি দেহ উদ্ধার করেছে পুলিশ
রাতের ঘুমের মধ্যেই বাড়িতে ভয়াবহ আগুন| পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বাড়িতে আগুন লেগে অকালেই মৃত্যু হল একই পরিবারের তিনজন সদস্যের| এছাড়াও আগুনে ঝলসে গিয়েছেন ওই পরিবারের আরও একজন সদস্য| মঙ্গলবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার হাসিমারায়| মৃতদের নাম হল, গীতা বর্মন, তাঁর মেয়ে সুস্মিতা বর্মন (১১) এবং ছেলে দীপু বর্মন (১১)| এই অগ্নিকাণ্ডে জখম হয়েছে গৃহকর্তা দিলীপ বর্মন| মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে| কী কারণে অগ্নিকাণ্ড, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ|
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে হাসিমারা এলাকার বাসিন্দা দিলীপ বর্মনের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়| স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে| দমকল আসার আগেই আগুন আরও ছড়িয়ে পড়ে| প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন| পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে তিন ঘণ্টার প্রচেষ্টায় আয়ত্তে এনেছে আগুন| আগুন নিভে যাওয়ার পর বাড়ির ভিতর থেকে ঝলসে যাওয়া তিনটি দেহ উদ্ধার করেছে পুলিশ| এছাড়াও জখম অবস্থায় উদ্ধার করা হয় দিলীপবাবুকে| হাসপাতালে নিয়ে যাওয়া হলে দিলীপবাবুর স্ত্রী ও ছেলে-মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ| পুলিশের অনুমান, যে সময় বাড়িতে আগুন লেগেছিল, তখন সবাই সম্ভবত ঘুমিয়ে ছিলেন|