সম্প্রতি বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে বিগত ৯ মাসে ২০৫০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ২০০৩ সালে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হলেও তা বারেবারে লঙ্ঘন করে চলেছে পাকিস্তান
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। রবিবার রাত ১০টা ৩০মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোটের মেন্ধর সেক্টরে ভারতীয় সেনা ছাউনি এবং গ্রামগুলিকে লক্ষ্য করে মর্টার শেলিং করতে থাকে পাকিস্তান। পাশাপাশি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে চলতে থাকে অবিরাম ধারায় গুলি বর্ষণ। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত।
সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সেনার একটি টহলরত দল সেই সময় সীমান্তের কাছে টহল দিচ্ছিল। এমন সময় পাকিস্তান ছোড়া দুইটি মর্টার টহলরত বাহিনীর সামনে বিস্ফোরণ হয়। এই ঘটনায় কয়েক জন সেনা জওয়ান জখম হয়েছেন। আহত জওয়ান দ্রুত সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহত সেনা জওয়ানদের অবস্থা স্থিতিশীল।
উল্লেখ করা যেতে পারে সম্প্রতি বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে বিগত ৯ মাসে ২০৫০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ২০০৩ সালে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হলেও তা বারেবারে লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। ভারতের তরফে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখার কথা বললেও তা শোনেনি পাকিস্তান।