জন্মদিনে বিএসএফকে অভিনন্দন উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

< 1 - মিনিট |

বিএসএফের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কে আর সি টাইমস ডেস্ক

 দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিজের ট্যুইটবার্তায় বিএসএফের প্রতিষ্ঠা দিবসে সীমান্তরক্ষী বাহিনীর সকল জওয়ানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি। বিএসএফ-কে দেশের প্রতিরক্ষার প্রথম বলয় হিসেবে আখ্যা দিয়ে বীর জওয়ানদের সাহসিকতা, বীরত্ব এবং নিষ্ঠাকে কুর্ণিশ জানিয়েছেন তিনি। মৃত্যু পর্যন্ত কর্তব্যই যে বিএসএফের সাহসিকতার পরিচয় তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। 

 বিএসএফের প্রতিষ্ঠা দিবসে জওয়ান এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, নিষ্ঠা সহকারে দেশের সীমান্ত রক্ষা করে চলেছে বিএসএফ। প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিএসএফ জওয়ানদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় এবং আপাতকালীন পরিস্থিতিতে দেশবাসীর সেবায় নিয়োজিত থেকেছে বিএসএফ।   উল্লেখ করা যেতে পারে ভারতের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য ১৯৬৫ সালের পয়লা ডিসেম্বর গঠন করা হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের প্রথম ডিজি ছিলেন এফ কে রুস্তমজি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news