চিনে করোনায় মৃত্যু বেড়ে ৩,১৩৬, দেশজুড়ে আক্রান্ত ৮০,৭৫৪

< 1 - মিনিট |

চিনে করোনা-সংক্রমণে মৃতের সংখ্যা ৩,১৩৬-এ গিয়ে ঠেকেছে

কে আর সি টাইমস ডেস্ক

মৃত্যু ও সংক্রমণের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে, তবে এখনই স্বস্তি নেই। চিনে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারালেন আরও ১৭ জন। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। আরও ১৭ জনের মৃত্যু পর চিনে করোনা-সংক্রমণে মৃতের সংখ্যা ৩,১৩৬-এ গিয়ে ঠেকেছে। হুবেই প্রদেশ-সহ সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা ৮০,৭৫৪।
মঙ্গলবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় চিনে মৃত্যু হয়েছে ১৭ জনের এবং সংক্রমিত হয়েছেন ১৯ জন। নতুন করে আক্রান্ত ১৯ জনের মধ্যে ১৭ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। সবমিলয়ে চিনে এখনও পর্যন্ত করোনা-সংক্রমণে মৃতের সংখ্যা ৩,১৩৬-এ গিয়ে ঠেকেছে। হুবেই প্রদেশ-সহ সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা ৮০,৭৫৪।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news