করোনাভাইরাস-সংক্রমণে চিনে মৃত্যু বেড়ে ৮০, আক্রান্তের সংখ্যা ২,৭৪৪

< 1 - মিনিট |

মারণ-করোনাভাইরাসের সংক্রমণে লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে চিনে

কে আর সি টাইমস ডেস্ক

মারণ-করোনাভাইরাসের সংক্রমণে লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে চিনে। সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে হু হু করে। সংক্রমিত মানুষের সংখ্যা ২,৭৪৪-এরও বেশি। তাঁদের মধ্যে সঙ্কটজনক ৩০০ জন। সোমবার স্বাস্থ্য কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, চিনের হুবেই প্রদেশে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭৬-এ। সংক্রমিত মানুষের সংখ্যা ২,৭৪৪-এরও বেশি। তাঁদের মধ্যে সঙ্কটজনক ৩০০ জন। সবমিলিয়ে চিনে এখনও পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৮০ জন।
ইতিমধ্যেই এই ভাইরাস চিনের সীমানা অতিক্রম করে পৌঁছে গিয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল, মালয়েশিয়ায়। সংক্রমণ ছড়িয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ভারত এবং আমেরিকাতেও। আমেরিকায় ভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা ৫। ভারতের রাজস্থান রাজ্যেও করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news