চিনে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু বেড়ে ১৭০, আক্রান্ত ৭,৭১১

< 1 - মিনিট |

করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭০-এ

কে আর সি টাইমস ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭০-এ। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত চিনে করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা ৭,৭০০-রও বেশি। বৃহস্পতিবার চিনের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণে চিনে ইতিমধ্যেই ১৭০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত মানুষের সংখ্যা ৭,৭১১।
শুধুমাত্র হুবেই প্রদেশেই আক্রান্তের ৪ হাজারেরও বেশি। মারণ-করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে চিনের প্রতিটি প্রদেশে। চিনজুড়ে ত্রাসের সৃষ্টি করেছে করোনাভাইরাস। মৃত্যু কবে থামবে তা আপাতত কারও জানা নেই। চিন থেকে ভাইরাস ছড়িয়ে পড়েছে আরও ১৬টি দেশে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news