আধুনিক প্রযুক্তিকে আর উপেক্ষা না করে ডিজিটাল কর্মকান্ডে দলের সাথে যুব সমাজকে যুক্ত করতে বাঁকুড়া জেলায় প্রচার সারলেন সিপিএম নেতা বিমান বসু
বিজেপিকে টেক্কা দিতে এবার বিজেপির অনুকরণে ডিজিটাল ব্যবস্থায় জোর সিপিএমের ।-আধুনিক প্রযুক্তিকে আর উপেক্ষা না করে ডিজিটাল কর্মকান্ডে দলের সাথে যুব সমাজকে যুক্ত করতে বাঁকুড়া জেলায় প্রচার সারলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু ।গরীব মেহনতি মানুষের স্বার্থে দলের সঙ্গে থেকে কাজ করার জন্য যুবকদের আহ্বান জানিয়ে তিনি এদিন শহরে পদযাত্রা ও করেন ।
তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বা বিজেপির মতো বিপুল পরিমাণ অর্থ খরচ করার মতো সামর্থ্য আমাদের নেই । সারা বিশ্বে রাজনৈতিক কর্মকান্ড ও প্রচার কার্য ডিজিটাল মাধ্যমে হচ্ছে, যার ফলে ফেসবুক, হোয়াট্স অ্যাপের সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে ।এই কর্মকান্ডে প্রচুর টাকা খরচ করতে হয়, দলের সেই সামর্থ্য না থাকায় যুব সমাজকে আমরা আহ্বান জানাচ্ছি।তিনি বলেন বর্তমান প্রজন্মের তরুন যুবকেরা গরীব মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চায় সেই সব তরুন যুবা দের দলে যুক্ত করার জন্য আগস্ট মাসের শুরু থেকে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে । যে সব যুবকেরা এই কাজে যুক্ত হতে চান তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে দলের তরফে ।