বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই উৎসবে বিজয়া দশমীতে শামিল মুখ্যমন্ত্রী
উৎসব মানেই মানুষে মানুষে ভালোবাসা বাড়ানো। উৎসব মানেই যোগাযোগ বাড়ানো। আর সেই উদ্দেশ্যে আজ মঙ্গলবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব রাজ্যের মানুষের সঙ্গে বিজয়া দশমী উৎসব পালনে মাতলেন। আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এই উৎসবের আয়োজন করা হয়েছিল।মুখ্যমন্ত্রীর আন্তরিক আহ্বানে রাজ্যের মানুষ যারপরনাই উচ্ছ্বসিত।