দিল্লি নির্বাচন : দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, হরি নগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাজিন্দর

< 1 - মিনিট |

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় মোট ১০ জন প্রার্থীর নাম রয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

আগামী ৮ ফেব্রুয়ারি, এক-দফায় দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগণনা হবে তিন দিন পর ১১ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই দিল্লি বিধানসভা নির্বাচনের প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি। মঙ্গলবার প্রকাশিত হয়েছে দ্বিতীয় প্রার্থী তালিকা। দ্বিতীয় প্রার্থী তালিকায় মোট ১০ জন প্রার্থীর নাম রয়েছে। হরি নগর বিধানসভা আসনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তাজিন্দর পাল বাগ্গাকে।
প্রার্থী তালিকা অনুযায়ী, রাজৌরি গার্ডেন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রমেশ খান্না, দিল্লি ক্যান্টনমেন্ট বিধানসভা আসনের প্রার্থী হলেন মনীশ সিং, নিউ দিল্লি বিধানসভা আসনে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে সুনীল যাদবকে এবং নাঙ্গলোই জাট আসনে প্রার্থী করা হয়েছে সুমনলতা শোকীনকে। এছাড়াও কস্তুরবা নগর আসনে প্রার্থী করা হয়েছে রবীন্দ্র চৌধুরীকে, মহরৌলি আসনে বিজেপি প্রার্থী হলেন কুসুম খত্রী, কালকাজী আসনে ধর্মবীর সিং, কৃষ্ণা নগর বিধানসভা আসনে অনিল গোয়েল এবং শাহদরা আসনের বিজেপি প্রার্থী হলেন সঞ্জয় গোয়েল।
দিল্লি বিধানসভা নির্বাচন এবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কাছে বড়সড় চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সর্বশেষ বিধানসভা নির্বাচনে মাত্র তিনটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। ৬৭টি আসনে জয়লাভ করে দিল্লিতে সরকার গড়েছিল আম আদমি পার্টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news