জেএনইউ হিংসায় এফআইআর দায়ের দিল্লি পুলিশের, উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর

< 1 - মিনিট |

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলার ঘটনায় এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ

কে আর সি টাইমস ডেস্ক

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলার ঘটনায় এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ| সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি দেবেন্দ্র আর্য জানিয়েছেন, ‘জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবারের হিংসার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে| সোশ্যাল মিডিয়া এবং সিসিটিভি ফুটেজ তদন্তেরই অংশ|’ জেএনইউ-তে হিংসার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও| সূত্রের খবর, ইতিমধ্যেই জেএনইউ হিংসার ঘটনায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী| দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ রেখেছেন, জেএনইউ-র প্রতিনিধি দলের সঙ্গে রবিবারের হিংসার ঘটনা নিয়ে কথা বলতে|

উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও| জেএনইউ হিংসার প্রেক্ষিতে, সোমবার সকালে নিজ বাসভবনে আম আদমি পার্টির সিনিয়র নেতা এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| রবিবার রাতে কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায়, হাতে লাঠি ও লোহার রড নিয়ে মুখোশধারীরা হামলা চালায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর| বাদ যাননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও| হামলায় জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ ৩৪ পড়ুয়া আহত হয়েছিলেন| সোমবার সকালে প্রত্যেককেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে| এইমস ট্রমা সেন্টারের প্রধান ডা. রাজেশ মালহোত্রা জানিয়েছেন, চিকিত্সার পর সোমবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে ৩৪ জন জেএনইউ পড়ুয়াকে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news