১ সেপ্টেম্বর থেকে আগরতলা-বিলোনিয়া ও সাব্রুমের মধ্যে তিনজোড়া এবং ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত একজোড়া ডেমু লোকাল ট্রেন চালু করা হবে বলে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী
সম্ভবত আগামী ১ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় ডেমু ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে ৷ রেল মন্ত্রক ত্রিপুরায় ডেমু (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন পরিষেবার অনুমোদন দিয়েছে ৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক চিঠিতে জানিয়েছেন, আগরতলা-বিলোনিয়া-সাব্রুম লাইনে তিন জোড়া এবং ধর্মনগর-আগরতলা-বিলোনিয়া-সাব্রুম লাইনে এক জোড়া ডেমু ট্রেন পরিষেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ত্রিপুরা সরকারের অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক, সে-কথা তিনি চিঠিতে উল্লেখও করেছেন ৷
কেন্দ্রের নির্দেশে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিপুরায় মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ দ্রুত সমাপ্ত হয়েছে ৷ শুধু তা-ই নয়, রাজধানী এক্সপ্রেস-সহ দূরপাল্লার একাধিক ট্রেন পরিষেবা চালু হয়েছে ত্রিপুরায় ৷ তাতে, সদূর দক্ষিণের সঙ্গেও ত্রিপুরা রেলপথে সরাসরি যুক্ত হয়েছে ৷ ইতিমধ্যে সাব্রুম লাইনেও রেলপথ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে ৷ সুরক্ষা পর্যবেক্ষণের সবুজ সংকেত মিললেই ওই লাইনে রেল চলাচল শুরু হয়ে যাবে ৷ আপাতত বিলোনিয়া পর্যন্ত ট্রেন চলাচল করছে ৷
রাজ্যের অভ্যন্তরে যাত্রী পরিষেবায় ডেমু ট্রেনের বিশেষ চাহিদা রয়েছে ৷ উত্তরপূর্বের মধ্যে কেবল অসমে ডেমু ট্রেন পরিষেবা রয়েছে ৷ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে একাধিকবার ডেমু ট্রেনের অনুরোধ জানিয়ে রেলমন্ত্রীর চিঠি পাঠানো হয়েছে ৷ অবশেষে রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই সুখবর দিয়েছেন৷
মুখ্যমন্ত্রীর দাবি, চিঠিতে রেলমন্ত্রী জানিয়েছেন, রেল পরিষেবার পরিধি বৃদ্ধির জন্য ত্রিপুরা সরকার লাগাতার ডেমু ট্রেন পরিষেবার অনুরোধ জানিয়েছে ৷ তাই, ত্রিপুরায় ডেমু ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, ১ সেপ্টেম্বর থেকে আগরতলা-বিলোনিয়া ও সাব্রুমের মধ্যে তিনজোড়া এবং ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত একজোড়া ডেমু লোকাল ট্রেন চালু করা হবে বলে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী৷
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জনৈক আধিকারিকের কথায়, ডেমু ট্রেন চালুর ক্ষেত্রে পরিকাঠামো রয়েছে ত্রিপুরায় ৷ কিন্তু, ওই পরিকাঠামো যথেষ্ট নয়৷ সে-ক্ষেত্রে ত্রিপুরায় পরিকাঠামো উন্নয়নে শীঘ্রই পদক্ষেপ নেওয়া প্রয়োজন ৷ পরিকাঠামো উন্নয়ন না করে পরিষেবা চালু করা হলে মাঝেমধ্যে সমস্যার সম্মুখীন হতে হবে ৷