জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সোমবার মালদায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করে তিনি বলেন, “কেউ যদি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করে, তবে বলা হচ্ছে আধার কার্ডের জন্য আত্মহত্যা করেছে ।”
উল্লেখ্য, এদিন মালদার রতুয়া এলাকায় এক রিকশাওয়ালার ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ পরিবারের দাবি এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেন মধু সাহা নামে ওই ব্যক্তি । সেই প্রসঙ্গ তুলে আজ একথা বলেন দিলীপবাবু ৷ এদিন মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে দিলীপবাবু আরও বলেন, “দিদিমণি নোটবন্দির সময় বলেছিলেন, মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছে ৷ শাহিনবাগে কনকনে ঠান্ডার মধ্যেও মানুষ মারা যাচ্ছে না ৷ শুধু পশ্চিমবঙ্গেই মানুষ মারা যায় ৷ দিদির কুশাসনের জন্য মানুষ আত্মহত্যা করছে ৷ সেই পাপ মমতা বন্দ্যোপাধ্যায় উপর যাচ্ছে ৷”