হাফলঙের পুজোয় প্লাস্টিক দ্রব্য ও থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা ডিমা হাসাও জেলা প্রশাসনের

< 1 - মিনিট |

প্রতিটি পুজো কমিটিকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এমন-কি যে-কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে পুজো প্যান্ডালগুলিতে সিসি টিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার, পর্যাপ্ত জল, বালি মজুত রাখতে হবে। তাছাড়া প্যান্ডালগুলিতে ঠাকুর দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখার কথা বলেন জেলাশাসক অমিতাভ রাজখোয়া

কে আর সি টাইমস ডেস্ক

শৈলশহর হাফলঙের পুজো প্যান্ডালগুলিতে প্লাস্টিক দ্রব্য ও থার্মোকল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ডিমা হাসাও জেলা প্রশাসন। ডিমা হাসাওয়ের জেলাশাসক অমিতাভ রাজখোয়া জানিয়েছেন, প্রত্যেক পুজো কমিটিকে বিদ্যুৎ পর্ষদ থেকে বৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে হবে। কোনও পুজো কমিটি যদি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে তা-হলে সংশ্লিষ্ট পুজো কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলাশাসক জানান, প্রতিটি পুজো কমিটিকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এমন-কি যে-কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে পুজো প্যান্ডালগুলিতে সিসি টিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার, পর্যাপ্ত জল, বালি মজুত রাখতে হবে। তাছাড়া প্যান্ডালগুলিতে ঠাকুর দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া শব্দদূষণ রুখতে রাত ১০টার পর থেকে সকাল ৮-টা পর্যন্ত মাইক বা কোনও ধরনের হাই ডেসিবলের শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি শহরের পুজো প্যান্ডালের ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে মটর সাইকেল বা যানবাহন পার্কিং করা যাবে না।

জেলাশাসক অমিতাভ রাজখোয়া জানান, শহরের যে-সব স্থানে অবৈধ মদের ঠেক রয়েছে বা যে-সব স্থানে অবৈধভাবে মদ বিক্রি করা হয় সে-সব জায়গায় অভিযান চালিয়ে সেগুলি গুড়িঁয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ সুপার শ্রীজিৎ টি জানান, শহরের প্রত্যেক পুজো কমিটিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রতিটি পুজো কমিটির স্বেচ্ছাসেবকদের নাম ঠিকানা ও ছবি পুলিশ সুপারের কার্যালয়ে পুজোর এক সপ্তাহ আগে জমা দিতে হবে। তিনি জানান, অন্যান্য বছরের মতো পুজো প্যান্ডালগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ জওয়ান। তবে পুজো কমিটির স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে পুজোর দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। পুলিশ সুপার আরও জানিয়েছেন, হাফলং শহরের ট্যাক্সি স্ট্যান্ডে ও বিসর্জনঘাটের পাশে দশমীতে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম খোলা হবে। পুজোর দিনগুলিকে সর্বাবস্থায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news