ডা. দেবেন দত্ত-হত্যা কাণ্ডে অসমে ডাক্তারদের ধৰ্মঘটে অচল চিকিৎসা পরিষেবা

< 1 - মিনিট |

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অসম শাখার সম্পাদক ডা. হেমাঙ্গ বৈশ্য জানিয়েছেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আজ তাঁরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন

কে আর সি টাইমস ডেস্ক

যোরহাট জেলার টিয়কে টাটা চা বাগানের প্রবীণ চিকিৎসক ডা. দেবেন দত্তকে বর্বরোচিত দলবদ্ধ হত্যার বিরুদ্ধে দেশজুড়ে প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং ডাক্তারদের নিরাপত্তার দাবিতে আহূত ২৪ ঘণ্টার ধর্মঘটে অচল হয়ে পড়েছে অসমের চিকিৎসা পরিষেবা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর অসম শাখার সদস্য-ডাক্তারদের আহূত কর্মবিরতির ফলে গোটা রাজ্যে রোগীদের মধ্যে শুরু হয়েছে হাহাকার। তবে আপৎকালীন পরিষেবা চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। এদিকে সংগঠনের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে আজ অসমে আসছেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি ডা. শান্তনু সেন।

গত ৩১ আগস্ট উজান অসমের যোরহাট জেলার টিয়কে টাটা চা বাগান হাসপাতালের চিকিৎসক ডা. দেবেন দত্তকে উন্মত্ত শ্রমিকের এক দল নৃশংসভাবে পিটিয়ে এবং শরীরের নাড়ি কেটে মেরে ফেলেছিল। ওই হত্যাকাণ্ডের ব্যাপারে খোঁজখবর নিতে এবং সহকর্মী প্রয়াত ডা. দত্তের পরিবারের সঙ্গে মিলিত হবেন ডা. শান্তনু সেন নেতৃত্বাধীন প্রতিনিধি দল। জেলা প্রশাসনের সঙ্গে বসে পরিস্থিতির খোঁজ নেওয়ারও কথা তাঁদের।

এদিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অসম শাখার সম্পাদক ডা. হেমাঙ্গ বৈশ্য জানিয়েছেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আজ তাঁরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন। ডা. বৈশ্য জানান, এ-ধরনের অবাঞ্ছিত ঘটনায় উদ্বিগ্ন গোটা চিকিৎসক সমাজের পরিবারবারবর্গও। তাই রাজ্যের চিকিৎসকদের নিরাপত্তা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন চিকিৎসকদের পরিবারও। তিনি জানান, অবসরপ্রাপ্ত ডা. দেবেন দত্ত বাগানের শ্রমিকদের সুস্বাস্থ্যের কথা ভেবে বিনামূল্যে ওই হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন। গত প্রায় তিন দশক টিয়ক চা বাগানের হাসপাতালে কর্তব্য সম্পাদন করেছেন। যে সব ছেলে তাঁর হাতে জন্ম নিয়েছিল, তাদের দলবদ্ধ নৃশংস হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে একজন জনদরদি ডাক্তারের, এটা নিদারুণ বেদনাদায়ক।
ডা. হেমাঙ্গ বৈশ্যের কাছে জানা গেছে, আজকের ২৪ ঘণ্টার কর্মবিরতিতে শামিল হয়েছেন রাজ্যের সব সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইএসআইসি-র হাসপাতাল-ডিসপেনসারি, স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য উপকেন্দ্র প্রভৃতির ডাক্তাররা।

আইএমএ অসম শাখার সদস্য-ডাক্তারদের দাবি, রাজ্যের সব হাসপাতালে একটি করে পুলিশ ফাঁড়ি বসানো হোক, ডা. দেবেন দত্তের হত্যার সঙ্গে জড়িতদের কেবল গ্রেফতার করলেই হবে না, ফাস্টট্র্যাক আদালতের মাধ্যমে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এ ধরনের ঘটনা সংগঠিত করতে ভবিষ্যতে দুবার ভাবে দুর্বৃত্তরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news