মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্য অসম

< 1 - মিনিট |

৪.৭ তীব্রতার কম্পন অনুভূত হল নাগাল্যান্ডেও

কে আর সি টাইমস ডেস্ক

সোমবার সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল অসমের কাছাড় জেলা। অসমের কাছাড় জেলা ছাড়াও আরও কিছু জেলাগুলিতেও ভূকম্পন অনুভূত হয়েছে । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫| এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন অসমের উত্তর-পূর্ব রাজ্যবাসী| অনেকেই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট মারফত জানিয়েছে, সোমবার ভোর ৪.২১ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় অসমের কাছাড় জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ২৪.৫ উত্তর অক্ষাংশ এবং ৯২.৯ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ৭৫ কিলোমিটার গভীরে।


অসম ছাড়াও সোমবার সকালে ভূকম্পন অনুভূত হয় নাগাল্যান্ডের তুয়েনসাং জেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। ইউরোপিয়ান-মেডিটেররানেয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে ৪.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নাগাল্যান্ডে। ভূমিকম্পের উৎসস্থল ছিল নাগাল্যান্ডের তুয়েনসাং জেলা থেকে ১৩২ কিলোমিটার পূর্বে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news