শক্তিশালী ভূমিকম্পে কাঁপল উত্তর আর্জেন্টিনা, তীব্রতা ৫.৫

< 1 - মিনিট |

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল উত্তর আর্জেন্টিনা

কে আর সি টাইমস ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল উত্তর আর্জেন্টিনা| স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে জোরালো তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আর্জেন্টিনায়| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ৯.১১ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তর আর্জেন্টিনায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল এল হোয়ো শহর থেকে ১৬ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠের ৫৬০ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি ছিল, তবে ভূপৃষ্ঠের অনেক গভীরে উত্সস্থল হওয়ায় কোথাও কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news