৫ সেপ্টেম্বর পর্যন্ত চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না ইডি : সুপ্রিম কোর্ট

< 1 - মিনিট |

শীর্ষ আদালত এদিন বলেছে, সি বি আইয়ের হেপাজতে রাখার বিরুদ্ধে চিদম্বরম যে আবেদন করেছিলেন, তার ওপর শুনানি হবে সোমবার। চলতি সপ্তাহের শুরুতে বিশেষ আদালত তাঁকে শুক্রবার অবধি সিবিআই হেফাজতে রাখার অনুমতি দেয়

কে আর সি টাইমস ডেস্ক

আইএনএক্স মিডিয়ায় মামলায় সিবিআইয়ের হেফাজতে থাকা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট । ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি ) ।

তাঁকে যাতে ইডি গ্রেফতার না করতে পারে সেজন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর সেই আর্জি মেনে নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর স্বস্তি দিল । এই মামলায় ওই দিন ফের শুনানি হবে শীর্ষ আদালতে। শীর্ষ আদালত এদিন বলেছে, সি বি আইয়ের হেপাজতে রাখার বিরুদ্ধে চিদম্বরম যে আবেদন করেছিলেন, তার ওপর শুনানি হবে সোমবার। চলতি সপ্তাহের শুরুতে বিশেষ আদালত তাঁকে শুক্রবার অবধি সিবিআই হেফাজতে রাখার অনুমতি দেয়।

২০০৭ সালে ইউপিএ জমানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকার সময় আইএনএক্স মিডিয়ায় ৩০৫ কোটির বিদেশি অনুদানের অনুমোদন নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অর্থমন্ত্রকের অধীন ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের (এফআইপিবি) অনুমোদন নিতে হত। অভিযোগ, সে সময় আইএনএক্স মিডিয়ায় ৩০৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগে বেআইনি ভাবে অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগ ওঠার পরই তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাথমিক তদন্তের পর ইডি দাবি করে, ওই ৩০৫ কোটি টাকা যে সংস্থায় ট্রান্সফার হয়েছিল, সেটি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নিয়ন্ত্রণ করতেন চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। ইডি আরও দাবি করে, কার্তির হস্তক্ষেপেই এফআইপিবি এই বিদেশি বিনিয়োগের অনুমোদন দিয়েছিল। তদন্তের স্বার্থে সিবিআই-এর পাশাপাশি বেশ কয়েক বার বাবা-ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি অফিসাররাও। আপাতত সিবিআইয়ের হেফাজতে আছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডিও ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news