শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় হল না বিএসএফ ও পাক রেঞ্জার্সের মধ্যে
ইদেও খুশির ছোঁয়া লাগল না আত্তারি-ওয়াঘা সীমান্তে| ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছে যে আত্তারি-ওয়াঘা সীমান্তে মিষ্টি বিনিময় হল না সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পাক রেঞ্জার্সের মধ্যে| ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মিষ্টি পাঠাতে চাইলেও, পাক রেঞ্জার্সরা কোনও জবাব দেয়নি| তাই ইদে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় হল না ভারত ও পাকিস্তানের মধ্যে|
জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির পর থেকেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান| পাকিস্তান এতটাই ক্ষুব্ধ যে, সমঝোতা এক্সপ্রেস, থর এক্সপ্রেস পরিষেবা ইতিমধ্যেই বাতিল করেছে| এমনকী ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচল করে, এমন বাস পরিষেবাও স্থগিত করে দিয়েছে ইমরান খান সরকার| এই আবহেই আত্তারি-ওয়াঘা সীমান্তে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় হল না সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পাক রেঞ্জার্সের মধ্যে