সাঁতারাগাছি ওভারব্রিজ নির্মাণের জন্য ভোগান্তি ট্রেনাত্রীদের
আগামী রবিবার ভোগান্তি পোহাতে হবে ট্রেনযাত্রীদের। দক্ষিণ-পূর্ব রেলওয়ে সূত্রে জানা গিয়েছে ২৮ জুলাই হাওড়া থেকে বেশ কিছু এক্সপ্রেস ও ৩০টি লোকাল ট্রেনের যাত্রা স্থগিত রাখা হচ্ছে। হাওড়া ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে একটি ফুট ওভারব্রিজ স্থাপনের কাজ চলবে বলে ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।
গত বছর (২০১৮) অক্টোবরে সাঁতরাগাছি স্টেশন সাক্ষী হয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনার। একটি এক্সপ্রেস ও দু’টি লোকাল ট্রেন একই সঙ্গে স্টেশনে প্রবেশ করায় ফুট ওভারব্রিজে প্রচুর যাত্রী একসঙ্গে উঠে পড়েন। প্রবল ভিড়ের চাপে ধাক্কাধাক্কিতে দু’জন মানুষ মারা যান। আহত হন ১৭ জন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় একটি নতুন ফুটব্রিজ নির্মাণের। সেই ফুটব্রিজটির কাজের জন্যই রবিবার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে।
বাতিল হওয়া ট্রেনের মধ্যে অন্যতম ১২৮৪২ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস। যেটি ২৭ জুলাই চেন্নাই থেকে ছাড়ার কথা এবং ১২৮৪১ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস যেটি ২৮ জুলাই ছাড়ার কথা হাওড়া থেকে। পাশাপাশি বাতিল করা হয়েছ ২৬ জুলাইয়ের ১২৬৬৪ তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেসও। পাশাপাশি জানানো হয়েছে ১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস ২৮ জুলাই ছাড়বে না বলে। বাতিল হয়েছে ২৭ জুলাইয়ের ১৮৬৪৬ হায়দরাবাদ-হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস ও ২৮ জুলাইয়ের হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস।
পাশপাশি ২৮ জুলাই বাতিল হয়েছে ১২৮১৪/১২৮১৩ টাটানগর-হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, ১২৭৭৮/১২২৭৭ পুরী-হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, ১৮৬২৭/১৮৬২৮ হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস এবং ৫৮০১৫/৫৮০১৬ হাওড়া-আদ্রা-হাওড়া প্যাসেঞ্জারের মতো ট্রেনগুলিও। এছাড়াও বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তিত হয়েছে বলে জানা গিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফ থেকে।
এদিকে, দক্ষিণ-পূর্ব রেলওয়ে ৩০টি ইএমইউ লোকাল ট্রেনও বাতিল করেছে। তবে ১১টি লোকাল ট্রেন আন্দুল থেকে মেদিনীপুর, খড়গপুর এবং হলদিয়া স্টেশন পর্যন্ত চলবে।