‘বডি ফিট তো মাইন্ডও ফিট’, তাই ফিটনেসকেই জীবনের মন্ত্র করতে আহ্বান দেশবাসীকেও
ফিটনেস শুধুমাত্র শব্দ নয়, সুস্থ ও সমৃদ্ধ জীবনেরও শর্ত| জাতীয় ক্রীড়া দিবসে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিটনেস মন্ত্র -‘বডি ফিট তো মাইন্ডও ফিট’, তাই ফিটনেসকেই জীবনের মন্ত্র করতে আহ্বান দেশবাসীকেও| জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী| বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই দিনেই দুর্দান্ত ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেছিলেন| নিজের ফিটনেস, মনোবল এবং হকি স্টিক দিয়ে বিশ্বকে অবাক করেছিলেন তিনি|’ প্রধানমন্ত্রীর কথায়, ‘স্বচ্ছ ব্যক্তি, স্বচ্ছ পরিবার এবং স্বচ্ছ সমাজ, এটাই নতুন ভারতকে শ্রেষ্ঠ ভারতে উন্নীত করার পথ সুগম করবে|’
‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর জন্য ক্রীড়া মন্ত্রককেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর কথায়, ‘বিগত পাঁচ বছরে ভারতীয় ক্রীড়া জগতে প্রভূত উন্নতি হয়েছে এবং আজ আমাদের তরুণ ক্রীড়াবিদদের অভিনন্দন জানানোর দিন, যাঁরা প্রতিনিয়ত বিশ্ব মঞ্চে তেরঙ্গার গৌরব বাড়াচ্ছেন| বাডমিন্টন, টেনিস, অ্যাথলেটিকস, বক্সিং, কুস্তি অথবা অন্যান্য খেলা হোক, আমাদের ক্রীড়াবিদরা আমাদের প্রত্যাশা ও আকাঙ্খাকে নতুন ডানা প্রদান করছেন|’
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ‘ফিটনেসের সঙ্গে খেলাধুলার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে| কিন্তু, আজ শুরু হওয়া ফিট ইন্ডিয়া অভিযানের প্রসার খেলাধুলারও বাইরে| ফিটনেস শুধুমাত্র কোনও শব্দ নয়, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ জীবনের প্রয়োজনীয় শর্ত|’ উদাহরণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কয়েক দশক আগে পর্যন্ত একজন সাধারণ মানুষ দিনে ৮-১০ কিলোমিটার হাঁটতেন| ধীরে ধীরে প্রযুক্তিতে বদল আসে, মানুষের হাঁটাচলাও হ্রাস পায়| এখন এমন পরিস্থিতি যে, প্রযুক্তির জন্য আমরা কম হাঁটছি, ওই একই প্রযুক্তি আমাদের এখন গুনে গুনে জানাচ্ছে আজ আপনি এতটা পথ হেঁটেছেন| ফিটনেস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল কিন্তু সমাজে এখন তা নিয়েই উদাসীনতা দেখা দিয়েছে|’
প্রধানমন্ত্রীর আগে ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর রূপরেখা উপস্থাপন করে বলেছেন, আমরা সবাই একত্রে ফিট ইন্ডিয়া অভিযানকে নতুন উচ্চতায় নিয়ে যাব| কিরেণ রিজিজু বলেছেন, আজ গোটা দেশ থেকে অসংখ্য মানুষ এই অভিযানের সঙ্গে হৃদয় ও উত্সাহের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই| তাঁদের প্রচেষ্টার মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর ‘দেশকে শক্তিশালী ও প্রগতিশীল’ করার স্বপ্ন পূরণ হবে| এ জন্য প্রতিটি ভারতীয়কে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে|
‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুল ছাত্র-ছাত্রীদের সামনে ফিটনেসের উপকারিতা সম্পর্কিত ভিডিও দেখানো হয়| যার মধ্যে কাবাডি, দাবা, খো-খো, কুস্তি, গিলি-ডান্ডা, তীরন্দাজ, ক্রিকেট, জুডো, টেনিস, ব্যাডমিন্টন ও নৃত্যের উপকারিতা নিয়ে ব্যাখ্যা করা হয়| প্রধানমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডা: রমেশ পোখরিয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষ বর্ধন-সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব|