কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের গুলিতে হত মুর্শিদাবাদের পাঁচ শ্রমিক, আহত এক

< 1 - মিনিট |

সুরক্ষা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

কে আর সি টাইমস ডেস্ক

কাশ্মীরের কুলাগামে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল পাঁচ শ্রমিকের । গুরুতর জখম আরও এক শ্রমিক। সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার  কুলাগামে হঠাত করে শ্রমিকদের ক্যাম্পে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। যদিও একজন পালিয়ে আসে। কিন্তু গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। সুরক্ষা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

মঙ্গলবার সন্ধ্যায় সশস্ত্র জঙ্গিরা কুলগামের কাতরাসু গ্রামে অতর্কিতে হামলা চালায়। সেখানে যে ভাড়া বাড়িতে ওই শ্রমিকরা ছিলেন, সেখানে তারা হানা দেয়। বাড়ি থেকে ওই শ্রমিকদের বের করে এনে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন ৫ শ্রমিক। নিহতরা হলেন, শেখ কমরুদ্দীন,  শেখ এমডি রফিক, শেখ মরসুলিন,  শেখ নিজামুদ্দিন এবং মোহাম্মদ রফিক। যিনি আহত হয়েছেন, তাঁর নাম জহুরুদ্দিন বলে জানা গিয়েছে। নিহত শ্রমিকরা সবাই বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা হলেও এখনও পর্যন্ত আরও কিছু বিস্তারিত জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার পরেই সেনাবাহিনীর তরফে সার্চ অপারেশন চালু হয়েছে। গোটা এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে।

  এই দুর্ঘটনায় পরে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেছেন যে কাশ্মীরে হত্যার ঘটনায় আমরা হতবাক ও শোকাহত।  প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের পাঁচ শ্রমিক।  আমাদের কথা মৃতদের পরিবারের দুঃখ দূর করবে না।  আমরা এই দুঃখের সময়টিতে পরিবারের সাথে আছি। পরিবারগুলিকে সবরকম ভাবে সাহয্য করা হবে।

জানা গিয়েছে, কাজের সূত্রে মুর্শিদাবাদ থেকে সবাই কাশ্মীরের কূলগামে কাজে যান। উপত্যকায় জঙ্গিদের টার্গেটে এখন কাশ্মীরি নন এমন বাসিন্দারা। গত দু-সপ্তাহের মধ্যে ৪ ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়। পরে জানা যায় নিহতরা কেউই কাশ্মীরি নন। আপলে আনতে ট্রাক নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন। ফের একই ঘটনার পুনঃরাবৃত্তি। ফের একবার জঙ্গিদের নিশানায় কাশ্মীরিরা। পুলিশের মতে, বারবার কাশ্মীরের মানুষ নন এমন লোকজনদের উপর হামলা করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। যাতে কেউ সেখানে না যায়। আর তা কিছুতেই হতে দেওয়া হবে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news