গত ৮ আগস্ট ধস নামে কেরলের মালাপ্পুরম জেলার কাভালাপ্পারায় | দীর্ঘ সময় অতিক্রান্ত, এখনও ধসে আটকে রয়েছেন ৩০ জন
বছর খানেক আগেই ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল দক্ষিণ ভারতের রাজ্য কেরল| কেরলে পুনরায় ফিরে এল ভয়াবহ সেই স্মৃতি! সক্রিয় মৌসুমী বায়ুর জেরে বিগত চারদিন ধরে অবিরাম বর্ষণ চলছে দক্ষিণ ভারতের এই রাজ্যে| ফলে লাফিয়ে লাফিযে বাড়ছে মৃতের সংখ্যাও| শুক্রবার রাত পর্যন্ত কেরলে বন্যায় মৃতের সংখ্যা ছিল ২৮| শনিবার সকাল পর্যন্ত প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন| সবমিলিয়ে চার দিনে কেরলে বন্যায় এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে|
গত ৮ আগস্ট ধস নামে কেরলের মালাপ্পুরম জেলার কাভালাপ্পারায়| দীর্ঘ সময় অতিক্রান্ত, এখনও ধসে আটকে রয়েছেন ৩০ জন| যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ| তবে, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে| প্রসঙ্গত, অবিরাম বর্ষণে রানওয়েতে জল জমে যাওয়ায় রবিবার পর্যন্ত কোচি বিমানবন্দর বন্ধ রয়েছে| বিপর্যস্ত ট্রেন পরিষেবাও| রাজ্যজুড়ে ৭৩৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে| নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৬৪ হাজার বন্যা দুর্গতকে|