প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলির প্রয়ানে শোকের ছায়া দেশজুড়ে
দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অরুণ জেটলি| শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ২৪ আগস্ট, শনিবার দুপুর ১২.০৭ মিনিট নাগাদ | মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর| প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অরুণ জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বিজেপির মানুষজন।
শোকবার্তায় অমিত শাহ জানিয়েছেন, ‘অরুণ জেটলি জির প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ| ব্যক্তিগতভাবে আমার বিরাট বড় ক্ষতি হল| শুধুমাত্র দলীয় নেতাই নন, গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যকে হারালাম|’
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অরুণ জেটলি জির প্রয়াণে স্তব্ধ| অসাধারণ সাংসদ এবং আইনজীবী ছিলেন তিনি| ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে| তাঁর স্ত্রী, সন্তান, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা|’
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অরুণ জেটলি| ডায়াবেটিসের রোগে ভুগছিলেন| অর্থমন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর| যে কারণে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে| শারীরক অসুস্থতার কারণে এর আগেও বেশ কয়েকবার এইমস-এ ভর্তি হয়েছিলেন জেটলি| সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে| এমনকি এ বছর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজ হননি জেটলি| তাই অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে নির্মলা সীতারমণকে| দীর্ঘ দিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন অরুণ জেটলি| অবসান হল ‘জেটলি-যুগের’|