প্রয়াত হলেন প্রাক্তন ওয়েস্টার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রেম নাথ হুন
চন্ডীগড়, ৭ জানুয়ারি (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন ওয়েস্টার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রেম নাথ হুন। ১৯৮৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন ওয়েস্টার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রেম নাথ হুন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সোমবার সন্ধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। শারীরিক অসুস্থতাজনিত কারণে বিগত দু’দিন ধরে পাঁচকুলার, চন্ডীমন্দির, কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন ওয়েস্টার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রেম নাথ হুন। সোমবার সন্ধ্যা ৫.৩০ মিনিট নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ১৯২৯ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল প্রেম নাথ হুন। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন প্রেম নাথ হুন, নেতৃত্ব দিয়েছিলেন অপারেশন ‘মেঘদূত’। ‘মেঘদূত’ অপারেশনেই সিয়াচেন হিমবাহ দখলে নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।