ইউএপিএ সংশোধনী আইনে সন্ত্রাসবাদী চার

< 1 - মিনিট |

আইন সংশোধনের মাস খানেকের মধ্যেই এই চার জন মাসুদ আজহার, হাফিজ সঈদ, দাউদ ইব্রাহিম, জাকি-উর-রহমান লকভী-কে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হল

কে আর সি টাইমস ডেস্ক

সংশোধিত বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) আওতায় মাসুদ আজহার, হাফিজ সঈদ, দাউদ ইব্রাহিম, জাকি-উর-রহমান লকভী-কে সন্ত্রাসবাদী ঘোষণা করা হল। জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার ও লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিদ সৈয়দকে এই নতুন আইনে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হবে তার ইঙ্গিত সরকারের তরফে আগেই দেওয়া হয়েছিল। সেইমতো বুধবার এই চার জনকে সন্ত্রাসবাদী ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। 

নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে ১৯৬৭ সালের আনল’ফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন আইন (ইউএপিএ) সংশোধন করে। এই আইন অনুসারে একক ভাবেও সন্ত্রাসবাদী ঘোষণা করা যাবে। আইন সংশোধনের মাস খানেকের মধ্যেই এই চার জন মাসুদ আজহার, হাফিজ সঈদ, দাউদ ইব্রাহিম, জাকি-উর-রহমান লকভী-কে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে এদিন এই চারজনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই চার জনের নামে রেড কর্নার নোটিশ জারি করেছে সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news