মুম্বইয়ে ভেঙে পড়ল চার-তলা বহুতল, মৃত্যুর আশঙ্কা বহুজনের

< 1 - মিনিট |

বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন) সূত্রের খবর, মুম্বইয়ের ডোংরি এলাকায় ট্যান্ডেল স্ট্রিটে চারতলা বিশিষ্ট কেশরবাই বিল্ডিং ভেঙে পড়েছে

কে আর সি টাইমস ডেস্ক

পূর্ব মালাডের স্মৃতি অক্ষত রেখেই মহারাষ্ট্রে ফের ভেঙে পড়ল একটি চারতলা বহুতল। ঘটনাস্থল মুম্বইয়ের ডোংরি। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ আচমকাই ডোংরি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি চারতলা বহুতল। ধ্বংসস্তূপের তলায় ৪০ জনের বেশি মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা পুলিশ-প্রশাসনের। ঘটনাস্থলে প্রথমেই আসে দমকল বাহিনী।


বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন) সূত্রের খবর, মুম্বইয়ের ডোংরি এলাকায় ট্যান্ডেল স্ট্রিটে চারতলা বিশিষ্ট কেশরবাই বিল্ডিং ভেঙে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-ও উপস্থিত হয়েছে ইতিমধ্যে। কমপক্ষে ৪০ জনেরও বেশি মানুষ ওই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশংকা প্রশাসনের। উদ্ধারকার্য চলছে। কিন্তু, বারবার এভাবে বিল্ডিং বা প্রাচীর ভেঙে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বিএমসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news